বুন্দেস লিগায় কৌতিনিয়োর অভিষেকে বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ।
বুন্দেস লিগায় কৌতিনিয়োর অভিষেকে বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ।মেইঞ্জকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বাভারিয়ানরা। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় যেনো শাসিত মেইনজ। অথচ ৬ মিনিটে গোল করে প্রথম লিডটা নিয়েছিলো তারাই। ওই পর্যন্তই। এরপর পুরো গল্পেই বায়ার্ন। ৩৬ মিনিটে গোল শোধ করেন পাভার।
পরে ডেভিড আলাবার চোখ ধাঁধানো ফ্রি কিকে ২-১’এর লিড নিয়ে বিরতিতে যায় জায়ান্টরা।
দ্বিতীয়ার্ধেরও গোলের খাতা খুলতে সময় নেয়নি বাভারিয়ানরা। ৫৪ মিনিটে স্কোরার পেরিসিচ। ১০ মিনিট বাদে গোলের হালি পূরণ করেন কোম্যান। গোলের উৎসবে যোগ দেন লেভানডেভেস্কিও। ৭৮ মিনিটে লিডটাকে ৫-১’এ নিয়ে যান এই পোলিশ গোলমেশিন। ২ মিনিট পর আরো একটি গোল করেন ডেভিস। ৬-১’এর দারুণ জয় পায় নিকো কোভ্যাচের দল।
বাভারিয়ানদের হয়ে অভিষেকে আলো ছড়াতে না পারলেও সুখস্মৃতি সঙ্গী হয়েছে ফিলিপে কৌতিনিয়োরও।
খবর সারাবেলা/ ০১ সেপ্টেম্বর ২০১৯/ টি আই