বিশ্বের সবচেয়ে ছোট ল্যাপটপ!

যুক্তরাষ্ট্রের আইটি ইঞ্জি. পল ক্লিঞ্জার একটি বিশেষ ল্যাপটপ তৈরি করেছেন, যা আইবিএমের থিঙ্কপ্যাডের চেয়েও ছোট। ক্লিঞ্জারের এই ল্যাপটপে মাত্র ০.৯৬ ইঞ্চি স্ক্রিন দেয়া হয়েছে।

পলের ছোট এই ল্যাপটপে থিঙ্কপ্যাডের মতো কিপ্যাডের মাঝখানে একটি লাল রঙের ট্র্যাকপয়েন্ট স্টাইলের কার্সার কন্ট্রোলার রয়েছে।

ল্যাপটপটিতে ১২৮×৬৪ পিক্সেলের ওএলইডি ডিসপ্লে দেয়া হয়েছে। এর সঙ্গে এই ল্যাপটপে এটিনি-১৬১৪ মিনি কন্ট্রোলার আছে।এই ল্যাপটপে দেয়া হয়েছে ৩০০ এমএএইচ ব্যাটারি। এর ব্যাটারি রিচার্জেবল। এর সঙ্গে টিপি-৫৪০০ ব্যাটারি চার্জার দেয়া হয়েছে। ল্যাপটপটির বিশেষ দিক হলো- এতে আপনি গেমও খেলতে পারবেন।

পলের এই মিনি ল্যাপটপ থিঙ্কটিনি বানাতে এক সপ্তাহ সময় নিয়েছে। পল জানিয়েছেন, এর কম্পোন্যান্টসের জন্য ৭০ ডলার এবং কাস্টম প্রিন্টেড সার্কিট বোর্ডের জন্য ১৫ ডলার খরচ হয়েছে।

খবর সারাবেলা / ০৭ আগস্ট ২০১৯ / টি আই