বাজারে আসছে ইনফিনিক্সের শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন

স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স শিগগিরই সুলভ মূল্যে বিশাল ব্যাটারির নতুন স্মার্টফোন বাংলাদেশের বাজারে আনতে যাচ্ছে। ইনফিনিক্স আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও এরই মধ্যে নতুন এ স্মার্টফোনের ফিচারগুলো সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া যাচ্ছে। নতুন স্মার্টফোনটিতে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারির সাথে ৬.৮২ ইঞ্চির সিনেমেটিক ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। যা ভিডিও দেখা ও গেমস খেলার জন্য পারফেক্ট ফোন হবে বলে আশা করা হচ্ছে।

এতে অ্যান্ড্রয়েড ১০ এর সাথে এক্সওএস৬ ব্যবহার করা হতে পারে। নতুন এ ফোনে ফ্ল্যাশলাইটসহ ৮ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং পেছনে ট্রিপল এলইডি ফ্ল্যাশলাইটসহ ১৩ মেগা পিক্সেলের এআই লেন্সও যুক্ত করা হবে বলে জানা গেছে।

বাজারে দুটি ভার্সনে আসতে পারে এ ফোনটি। এটি দিয়ে টানা দেড় দিন কথা বলা এবং ৩৪ দিন স্ট্যানবাই ব্যবহারের সুবিধা থাকতে পারে। শক্তিশালী ব্যাটারির এ ফোনটিতে ১৩ ঘণ্টার বেশি গেমস খেলা এবং ১৫ ঘণ্টার বেশি ভিডিও দেখার সুযোগ থাকতে পারে। অত্যাধুনিক সব ফিচার ব্যবহারের সুযোগসহ বাজারে আসতে যাওয়া ফোনটির মূল্য কত হতে পারে তা এখনো জানা যায়নি। তবে, আগস্ট মাসের শুরুতে বাজারে দেখা মিলতে পারে ফোনটির।

ইনফিনিক্স সম্পর্কে:
স্মার্টফোন ব্যবহারকারী তরুণদের কথা চিন্তা করে ২০১৩ সালে বাজারে আসে প্রিমিয়াম অনলাইন-ভিত্তিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স মোবাইল। ‘ফিউচার ইজ নাউ’কে ধারণ করে, ইনফিনিক্স তার গ্রাহকদের এমন সব সুবিধা দিতে চায় যাতে বাজারে থাকা প্রতিযোগীদের ভিড়ে বিশ্বকে তাদের সক্ষমতার জানান দিতে পারে। সমসাময়িক ট্রেন্ড, সর্বাধুনিক প্রযুক্তি, নান্দনিক ডিজাইন ও স্টাইলিশ সব ডিভাইস গ্রাহকদের হাতে পৌঁছে দিতে বদ্ধপরিকর ইনফিনিক্স। ব্যবহারকারীদের নিজস্ব উদ্ভাবনী প্রযুক্তি ও বুদ্ধিদিপ্ত জীবনধারা অভিজ্ঞতা দিতে ইনফিনিক্সের পোর্টফোলিওতে এরই মধ্যে জিরো, নোট, হট, এস ও স্মার্ট-এ পাঁচ ধরনের পণ্য নিয়ে এসেছে। আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্য প্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়াসহ বিশ্বের ৪০টিরও বেশি দেশে ইনফিনিক্স মোবাইলের পাওয়া যাচ্ছে।

খবর সারাবেলা / ১৮ জুলাই ২০২০ / এমএম