বাজাজের মাইলেজ কিং সিটি ১০০

শক্তিশালী ইঞ্জিন, টেকসই চেসিস এবং আকর্ষণীয় লুকের কারণে ভারতের পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয় বাজাজ মোটরসাইকেল। প্রতিষ্ঠানটির যতগুলো মডেলের বাইক আছে তার মধ্যে মাইলেজ কিং হিসেবে খ্যাতি পেয়েছে সিটি ১০০ মডেলটি। এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে ৮৯.৫ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। ভারতে এটি বিক্রি হচ্ছে ৪৯ হাজার ৭২২ রুপিতে। বাংলাদেশে কিছুটা বেশি দামে এটি পাওয়া যাচ্ছে।

ভারতের অন্যতম সস্তা মোটরসাইকেল বাজাজ সিটি ১০০। এতে থাকছে ১০২ সিসির ফোর স্ট্রোক ইঞ্জিন। সঙ্গে থাকছে ৪ স্পিড গিয়ারবক্স।এই ইঞ্জিনে সর্বোচ্চ ৮.১ বিএইচপি শক্তি ও ৮.০৫ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। সর্বোচ্চ ৯০ কি.মি. প্রতি ঘণ্টা গতিতে ছুটবে বাজাজ সিটি ১০০।হালকা-পাতলা গড়নের এই বাইকের ফ্রন্ট সাসপেনশনে থাকছে হাইড্রলিক টেলিস্কোপিক সাসপেনশন, পিছনে থাকছে এসএনএস সাসপেনশন।

খবর সারাবেলা / ০৮ সেপ্টেম্বর ২০২১ / এমএম