বাচ্চু ভাই আমাকে গান গাওয়ার সুযোগ তৈরি করে দেন
আজ দেশের জনপ্রিয় ব্যান্ডসঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী। জনপ্রিয় মডেল ও অভিনেতা আদিল হোসেন নোবেল তার খুব ঘনিষ্ঠ ছিলেন। এ খ্যাতিমান সঙ্গীতশিল্পীর সঙ্গে নোবেলের ছিল নিবিড় যোগাযোগ।
আজকের এ দিনে তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন জনপ্রিয় এ মডেল। পাশাপাশি নতুন কাজের পরিকল্পনা নিয়েও কথা বলেছেন আজকের ‘হ্যালো…’ বিভাগে
* আইয়ুব বাচ্চুর গান এবং তার সঙ্গে সখ্য কীভাবে তৈরি হয়?
** আমি ছোটবেলা থেকেই গানপ্রিয়। বাচ্চু ভাইয়ের গানে আমি প্রভাবিত ছিলাম। এভাবেই তার প্রতি আমার অনুরাগ তৈরি হয়।
* তার কোন গানগুলো বেশি ভালো লাগত?
** বাচ্চু ভাইয়ের প্রায় সব গানই আমার পছন্দ। তার ‘ঘুমন্ত শহরে’, ‘রুপালী গিটার’ গান দুটি বেশি পছন্দের। বিশেষ করে ‘একদিন ঘুম ভাঙা শহরে’ গানটি আমাকে এখনও টানে।
* কেন এই গানটি আপনার বিশেষ পছন্দের?
** প্রথম যখন এ গানটি শুনি, তখন আমি বিমোহিত হয়ে যাই। অবাক হয়ে ভাবি, এটা বাংলাদেশি কোনো মিউজিশিয়ানের তৈরি! তবে একটি কষ্ট আছে। ইচ্ছা ছিল বাচ্চু ভাইয়ের সামনে এ গানটি গাওয়ার। কিন্তু সে সুযোগ আর হয়নি।
* আইয়ুব বাচ্চুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কেমন ছিল আপনার?
** আমি অনেক বিজ্ঞাপনে জিঙ্গেলের মিউজিক বাচ্চু ভাইকে দিয়ে করিয়েছি। ২০০০ সালের দিকে একটি অনুষ্ঠানে বাচ্চু ভাই আমাকে গান গাওয়ার সুযোগ তৈরি করে দেন। এই প্রস্তাব পেয়ে আমি অবাক হই। এলআরবির সঙ্গে স্টেজে গান গাওয়ার সেই সুযোগ আমার জীবনের উল্লেখযোগ্য একটি ঘটনা।
* বাচ্চুর গান নিয়ে কাজ করার কোনো পরিকল্পনা আছে?
** তার কয়েকটি গান রিমেক করে তৈরি করার ইচ্ছা আছে। যেগুলো ভিডিও তৈরি করে অনলাইনে প্রকাশ করার পরিকল্পনা আছে। সেই গানগুলোতে কণ্ঠও দেব আমি। এছাড়া ভিডিওতে মডেল হিসেবে আমিই কাজ করব।
* নাটকেও তো আপনি মাঝে মধ্যে অভিনয় করেন। কেমন সাড়া পান এ নিয়ে?
** ভালো সাড়া পাই। দর্শক অভিনয়ের জন্য আমাকে দারুণভাবে উৎসাহিত করেন। ভালো গল্প ও নির্মাতা হলে অভিনয়ে আপত্তি নেই।
* নতুন কোনো বিজ্ঞাপনে কাজ করেছেন কি?
** কাজ করেছি। বেসরকারি একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এটি। বর্তমানে এটির সম্পাদনার কাজ চলছে। শিগগিরই এটি প্রচার হবে।
খবর সারাবেলা/১৯/ অক্টোবর ২০১৯ /এসএম