বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক মাহবুব আহমেদ
অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদকে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন মঙ্গলবার জারি করে অর্থ মন্ত্রণালয়।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ এফসিএ বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের একজন পরিচালক ছিলেন। কিন্তু ২০ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। ফলে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের একজন পরিচালকের পদ শূন্য হয়। সে শূন্য পদে মাহবুব আহমেদকে নিয়োগ দেয়া হল।
বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গভর্নর ফজলে কবির। অন্য পরিচালকরা হলেন- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূঁইয়া, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, অর্থ বিভাগের সচিব আবদুর রউফ তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী একেএম আফতাব উল ইসলাম এফসিএ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-১ এসএম মনিরুজ্জামান। বোর্ড সচিব বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী সাইদুর রহমান।
খবর সারাবেলা/ ০৫ সেপ্টেম্বর ২০১৯/ টি আই