বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ

দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমপর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

এই নিয়ে পঞ্চমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ নারী দল। ২০১৪ সালে প্রথম বিশ্বকাপে খেলতে নেমেছিলো তারা। এরপর ২০১৬, ২০১৮ ও ২০২০ বিশ্বকাপে অংশ নিলেও প্রতিটি আসরেই প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে টাইগ্রেসদের।গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচ যথাক্রমে- ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), দিলারা আকতার, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, নাহিদা আকতার, মুর্শিদা খাতুন, রিতু মনি ও সোবহানা মোস্তারি।

খবর সারাবেলা / ১২ ফেব্রুয়ারি ২০২৩ / এমএম