বাংলাদেশের পর্যটনবান্ধব দেশের র‌্যাংকিংয়ে সফলতা

September 7, 2019

পর্যটনবান্ধব দেশের র‌্যাংকিংয়ে সফলতা এসেছে বাংলাদেশের। র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়ে বর্তমানে ১২০ নম্বরে আছে বাংলাদেশ। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০১৯ সালের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিটিভ রিপোর্টে এ তথ্য জানা গেছে।

বিমান পরিবহন অবকাঠামো, নিরাপত্তা, সংস্কৃতি, বাসস্থান, টাকার মান ও স্থিতিশীল ভ্রমণের সুযোগসহ ৯০টি মানদণ্ড বিবেচনা করে ১৪০ দেশের র‌্যাংকিং করা হয়েছে। এবারই প্রথম এই র‌্যাংকিংয়ে এত বড় সাফল্য পেল বাংলাদেশ।
প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক বিশ্লেষণে এশিয়া-প্যাসিফিকে নিরাপত্তা ও সুরক্ষায় সবচেয়ে বেশি উন্নতি করেছে বাংলাদেশ। নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধির ফলে ভ্রমণের জন্য বাংলাদেশ বেশ সুবিধাজনক।

তালিকায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের নিচে আছে পাকিস্তান ১২১। এছাড়া ভারত ৩৪, শ্রীলঙ্কা ৭৭, নেপাল ১০২ নম্বরে। র‌্যাংকিংয়ে শীর্ষে আছে ইউরোপের দেশ স্পেন। এর পর যথাক্রমে ফ্রান্স, জার্মানি, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, কানাডা ও সুইজারল্যান্ড তালিকায় স্থান পেয়েছে।

 

খবর সারাবেলা/ ০৭ সেপ্টেম্বর ২০১৯/ টি আই