বাঁচার সংস্কৃতি
হারানো অতীত হানা দেয় বারে বারে,
কী কথা বলতে করে অতো আনাগোনা?
অভিমানে আমি চিনতে চাই না তারে
সুবিচার তার পাইনি-যে ষোল আনা।
হারিয়ে গেছে যে তার কাছে নাই চাওয়া
পাশে ছিলো যখন তখনো খোলেনি হাত;
করতে চাই না অতীতের পিছু ধাওয়া
বাঁধাতে বর্তমানের সঙ্গে সংঘাত।
এই অতীতেরও ছিলো যে বর্তমান
সে যদি তখন আমাকে সঙ্গ দিতো,
চেষ্টা-চরিত করেছি যা আপ্রাণ
সব কিছু হতো সাফল্যে উপণিত।
এখন সে অতীত সঙ্গবিহীন ঘোরে
বর্তমানকে দিতে চায় মন্ত্রণা;
ভাবনার সব পাকের বিন্দু জুড়ে
নিরালায় হয় অযাচিত যন্ত্রণা।
অতীতকে রেখে বিস্মরণের কফিনে
বর্তমানকে রেখেছি অস্থি-মজ্জায়;
ভবিষ্যতকে ঝুলিয়ে সেফটি পিনে
জীবনকে চাই নিরাপদ সুখ-সজ্জায়।
তবু অতীতের কিছু কিছু সুখস্মৃতি,
বাঁচিয়ে রাখাটা বাঁচারই সংস্কৃতি।
খবর সারাবেলা / ১৮ আগস্ট ২০২১ / এমএম