বরফেই দূর হবে ত্বকের সমস্যা

চোখের ফোলা ভাব কমাতে বরফের জুড়ি নেই

যেকোনো ধরনের ত্বকেই নানারকম সমস্যা হয়। এসব সমস্যায় নাজেহাল হতে হয় প্রায় সবাকেই। অনেক পদ্ধতি ব্যবহারেও প্রতিকার মেলে না। বাজারে চলতি প্রসাধনী দিয়ে সাময়িক মুক্তি পাওয়া গেলেও তা সবসময় করা সম্ভব হয় না।

আপনি কি জানেন বরফ ব্যবহারে ত্বকের অনেক সমস্যা দূর করা যায়? হ্যাঁ, কিছু সমস্যা দূর করতে দামি প্রসাধনীর প্রয়োজন নেই। আর ত্বকের ক্ষতি হওয়ারও কোনো অবকাশ থাকেনা। বরফ থেরাপিতে কিভাবে ত্বকের সমস্যা দূর করবেন? চলুন জেনে নেওয়া যাক:

ত্বকে অত্যধিক তেলতেলে ভাব দূর করতে বরফ কার্যকর

অধিক তেলতেলে ভাব

ত্বকে অত্যধিক তেলতেলে ভাব দূর করতে বরফ কার্যকর। তেলত্যালে ত্বকে বরফ ব্যবহার করুন। তাতে ত্বক আর তৈলাক্ত থাকবে না।

চোখের ফোলা ভাব কমাতে

চোখের নিচে ফোলা ভাব? দেখতে ভালো দেখায় না অবশ্যই। আবার অনেকের চোখের নিচের ত্বক কিছুটা ফোলা দেখায়। বাজারে এর প্রতিকারের জন্য নানা প্রসাধনী খুঁজে পাওয়া যাবে। সেগুলো ব্যবহার না করে বরফ থেরাপি ব্যবহার করুন। এতে ফোলা ফোলা ভাব দূর হবে।

বলিরেখা কমাতেও বরফের জুড়ি নেই

বলিরেখা দূর করতে

অল্প বয়সে মুখে বলিরেখা দেখা দিচ্ছে? সেক্ষেত্রে বরফ ঘষে দেখুন বলিরেখার ওপর। অল্প বয়সে যাদের মুখে বলিরেখা দেখা দিতে শুরু করে তারা এই পদ্ধতি ব্যবহার করে দেখতে পারেন।

নিয়মিত ত্বকের ক্ষতি রোধ করতে

মেকআপ কিংবা রোদের কবলে ত্বকের ক্ষতি হতেই পারে। সেগুলো থেকে নিস্তার পেতে নিয়মিত বরফ থেরাপি ব্যবহার করুন ত্বকে।

খবর সারাবেলা / ১৭ সেপ্টেম্বর ২০২২ / এমএম