বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মালয়েশিয়ায় ছাত্রলীগের স্মরণ সভা অনুষ্ঠিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ছাত্রলীগের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এম এইচ জুয়েলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম সুমনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহীন সর্দার।
প্রধান বক্তা ছিলেন, মালয়েশিয়া যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনসুর আল বাশার সোহেল। এছাড়া বিশেষ অতিথি ছিলেন, কবি আলমগীর হোসেন, জালাল উদ্দিন সেলিম, মার্শাল পাভেলসহ অন্যরা। সভায় বক্তারা বলেন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন যে বাংলাদেশের স্বপ্ন জাতির জনক দেখেছিলেন, তা বাস্তবায়ন করা সবার নৈতিক দায়িত্ব
খবর সারাবেলা/ ০১ সেপ্টেম্বর ২০১৯/ টি আই