বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে জনগণের কল্যাণে কাজ করতে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ
বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে জনগণের কল্যাণে কাজ করতে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে (৩১ আগস্ট) গণভবনে ছাত্রলীগের শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরাজিত শক্তিরা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতেই জাতির পিতাকে হত্যা করেছিলো। স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আদর্শ ও নীতিহীন রাজনীতি জনগণকে কিছুই দিতে পারেনা।
প্রধানমন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট যে জাতির পিতাকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রচেষ্টা করা হয়েছিল।
তিনি বলেন, অনেকে বাকশালের বিরুদ্ধে বিরূপ ধারণা পোষণ করে। অথচ বাকশাল ছিলো বাংলাদেশের সকল মানুষের একত্রিত হয়ে থাকার একটি ধারণা।
তিনি আরও বলেন, যারা আন্দোলন-সংগ্রামের সাথে জড়িত শুধু তারাই নেতৃত্বে আসলে পারবে দেশকে নেতৃত্ব দিতে।
প্রধানমন্ত্রী বলেন, ছাত্রলীগ ছিলো আমার বাবার হাতে গড়া সংগঠন। আমিও একসময় এই ছাত্রলীগের কর্মী ছিলাম, এই সংগঠনেই আমার রাজনীতির হাতেখড়ি। ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান, চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে আদর্শের সাথে দেশের মানুষের জন্য কাজ করো।
খবর সারাবেলা/ ৩১ আগষ্ট ২০১৯/টি আই