বইমেলার সময়সীমা বাড়বে কিনা, যা বললেন প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, ১৫ ফেব্রুয়ারি একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন থেকেই বইমেলা শুরু হবে। বইমেলা শুরু হওয়ার পর মাঝামাঝিতে এসে মেলার সময়সীমা আরও বাড়বে কিনা- সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

প্রতিমন্ত্রী বলেন, বইমেলা বৃদ্ধির বিষয়টি নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। যদি করোনা পরিস্থিতি ভালোর দিকে যায়, তাহলে মেলা বৃদ্ধির বিষয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাব। মেলায় যারা আসবেন তাদেরকে অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত সব স্বাস্থ্যবিধি সম্পূর্ণ মেনে চলতে হবে। কেউ যদি না মানে, তাহলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। প্রত্যেককে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।রোববার রাজধানীর সোহরাওয়ার্দীতে বইমেলার মাঠ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

খালিদ বলেন, মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে। সাড়ে ৮টার পর আর কাউকে মেলার মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না। সরকারি বন্ধের দিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। এ ছাড়া ২১ ফেব্রুয়ারির দিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি কোভিড সংক্রমণ কমে আসছে। তাই আমরা আশাবাদী যে, এবারের মেলা দারুণভাবে জমে উঠবে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতি বিবেচনায় সরকারি সব ধরনের নির্দেশনা মেনে ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা শুরু হওয়ার কথা ছিল। চিরায়ত নিয়মে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বইমেলা শুরুর বিষয়ে মতামত ছিল প্রকাশকদের।পরে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে দুই সপ্তাহ স্থগিত করা হয়েছে অমর একুশে বইমেলা-২০২২।

খবর সারাবেলা / ১৪ ফেব্রুয়ারি ২০২২ / এমএম