ফ্রান্সে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত
ফ্রান্সে বৌদ্ধ সম্প্রদায়ের দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। বৌদ্ধ ভিক্ষুদের তিনমাস বর্ষাব্রত পালনের পর প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে মাসব্যাপী এ উৎসব শুরু হয়েছে।গতকাল স্থানীয় সময় রবিবার দেশটির রাজধানী প্যারিসে বাংলাদেশি বৌদ্ধদের প্রতিষ্ঠিত কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের আয়োজনে স্হানীয় একটি কমিউনিটি হলে এ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়।
বিশ্বব্যাপী করোনা মহামারি থেকে মুক্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠাই এবারের কঠিন চীবর দানোৎসবের মূল প্রার্থনা।চীবর দান উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় কর্মসূচির মধ্যে ছিল ভিক্ষু সংঘের প্রাতরাশ, মঙ্গল শোভাযাত্রা, তথাগত সম্যক সম্বুদ্ধেরপূজা ও শীল গ্রহণ এবং বিকালে উপাসক উপাসিকা কর্তৃক পূজনীয় ভিক্ষুদের উদ্দেশ্য কঠিন চীবর দান, ধর্মীয় আলোচনা সভা, প্রদীপ পূজা ও সমবেত প্রার্থনা।এরপর অনুপম বড়ুয়া অনুর উপস্হাপনায় ও কম্বোডিয়ান বুড্ডিষ্ট টেম্পলের ভদন্ত প্রিয়া শীলা মহাথেরর সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্ষুনীসাংঘামিত্রা থেরি।
খবর সারাবেলা / ২৬ অক্টোবর ২০২১ / এমএম