ফেসবুকের বিরুদ্ধে রাশিয়ায় মামলা
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তাদের নীতি পরিবর্তন করে রুশ সেনাদের বিরুদ্ধে সহিংস প্রতিরোধের আহ্বান জানানোর সুযোগ করে দেওয়ায় এর মূল কোম্পানি মেটার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে রাশিয়ায়। মামলায় মার্কিন এই সোশাল মিডিয়া কোম্পানিকে ‘চরমপন্থি সংগঠন’ ঘোষণা করার আবেদন করেছে আদালতের কাছে। পাশাপাশি রাশিয়া থেকে মেটার আরেক প্ল্যাটফরম ইন্সটাগ্রামে প্রবেশের সুযোগ বন্ধ করার কথা জানিয়েছে দেশটির নিয়ন্ত্রক সংস্থা।
রাশিয়ার তদন্ত সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘একটা ফৌজদারি মামলা হয়েছে-ফেসবুক ও ইন্সটাগ্রামের মূল কোম্পানি মেটার কর্মীরা রাশিয়ার নাগরিকদের বিরুদ্ধে হত্যা ও সহিংসতার অবৈধ যে আহ্বান জানিয়েছে তার সঙ্গে এটি সংশ্লিষ্ট।’ এ তদন্ত সংস্থা সরাসরি প্রেসিডেন্ট ভাদিমির পুতিনের কাছে জবাবদিহি করে। এ মামলার ফল কী হতে পারে, সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি। এ বিষয়ে মেটার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সাড়া মেলেনি বলে জানিয়েছে রয়টার্স। ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের দুই সপ্তাহের মাথায় বৃহস্পতিবার ফেসবুকের ‘হেইট স্পিচ পলিসিতে’ পরিবর্তন আনার খবর আসে।
খবর সারাবেলা / ১৩ মার্চ ২০২২ / এমএম