ফের লেভানডোস্কির জোড়া গোল, বার্সার বড় জয়
স্প্যানিশ লা-লিগায় টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোলের দেখা পেলেন বার্সেলোনার পোলিশ সুপারস্টার রবার্তো লেভানডোস্কি। আর তাতেই রিয়াল ভায়াদোলিদকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। লেভানডোস্কি ছাড়াও এদিন গোলের দেখা পেয়েছেন সার্জিও রবার্তো ও পেদ্রি।
চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি বার্সেলোনার। প্রথম ম্যাচে রায়ো ভায়োকানোর বিপক্ষে গোলশূন্যতে ড্র করেছিলো তারা। কিন্তু এরপরই জ্বলে উঠে জায়ান্ট ক্লাব। দ্বিতীয় ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে হারায় ৪-১ গোলে। সেদিন জোড়া গোল করেছিলেন লেভানডোস্কি। সেই ধারা বজায় রাখলেন ভায়াদোলিদের বিপক্ষেও।
ন্যূ ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচে খেলতে নেমে বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে স্বাগতিক বার্সেলোনা। পুরো ম্যাচের ৬৮ শতাংশ সময় নিজেদের কাছে বল রেখেছিলো বার্সেলোনার ফুটবলাররা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর শট নিয়েছে মোট নয়টি। এর মধ্যে গোল হয়েছে চারটি।অন্যদিকে পুরো ম্যাচের মাত্র ৩২ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে সক্ষম হয়েছে সফররত রিয়াল ভায়াদোলিদ। আর প্রতিপক্ষের গোলবার বরাবর শট নিতে পেরেছে মোট তিনটি। কিন্তু গোলের দেখা পায়নি।
বড় ব্যবধানে জয় পেলেও প্রথম গোলের দেখা পেতে বার্সেলোনাকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ২৪তম মিনিট পর্যন্ত। এ সময় গোল করে দলকে এগিয়ে নেন লেভানডোস্কি। বিরতিতে যাওয়ার আগে আরও একটি গোল পেয়েছে স্বাগতিকরা। প্রথমার্ধের শেষদিকে গোল করে ব্যবধান ২-০ গোলের পেদ্রি।
ম্যাচের ৬৫তম মিনিটে বার্সার হয়ে তৃতীয় গোল করেন লেভানডোস্কি। তার ব্যাক হিল প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে গোলকিপার জোর্দি মাসিপকে পরাস্ত করেন। চাইলে হ্যাটট্রিকও পেয়ে যেতেন তিনি। কিন্তু যোগ করা সময়ে সেই সুযোগ মিস করেন এই পোলিশ তারকা। পরক্ষণেই সার্জিও রবার্তো গোল করে ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন।
খবর সারাবেলা / ২৯ আগস্ট ২০২২ / এমএম