ফের টাইগারদের কোচ হতে চান হাথুরুসিংহে
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, সুযোগ পেলে আবারো টাইগারদের কোচ হতে চান তিনি। বাংলাদেশ দলের জন্য তার মনে বিশেষ জায়গা আছে বলেও জানান এই লঙ্কান কোচ।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাবেক এই কোচ বর্তমানে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফের বাংলাদেশের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, ‘শেষ বলে কিছু নেই। বাংলাদেশের মানুষ ও বাংলাদেশের ক্রিকেট দলের জন্য আমাদের হৃদয়ে বিশেষ জায়গা বরাদ্দ। কাজেই বিশ্ব পর্যায়ে বাংলাদেশের অগ্রগতির দিকে নিবিড় নজর থাকবে আমার।’
বাংলাদেশকে আগ্রাসী ক্রিকেট শেখানো এই কোচ দারুণ সাফল্য এনে দিয়েছিলেন। মূলত তার হাত ধরেই বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করে, যার ধারাবাহিকতা রয়েছে এখনো।
হাথুরুসিংহে বলেন, ‘জেনে খুশি হলাম যে তারা আগ্রাসী ধারার ক্রিকেট খেলছে। এই মানসিকতাই আমি পুঁতে দিয়ে এসেছিলাম। আমি ছেড়ে আসার পরও যখন তারা আমার দর্শন অনুসরণ করছে সেটা তো আমাকে পুলকিত করবেই।’
এর আগেও (২০১০-২০১৪) নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন চন্ডিকা। এরপর সেই দায়িত্ব ছেড়ে ২০১৪ সালে বাংলাদেশের কোচ নিযুক্ত হন। বাংলাদেশের ইতিহাসে অন্যতম সফল কোচ ছিলেন তিনি। তবে স্বেচ্ছাচারী আচরণের কারণে একইসাথে সমালোচিতও ছিলেন। ২০১৭ সালে অনেকটা হুট করেই বাংলাদেশ দলের দায়িত্ব থেকে ইস্তফা দেন তিনি। এর পরপরই নিজ দেশ শ্রীলঙ্কার জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেন।
যদিও শ্রীলঙ্কায়ও হাথুরুর সময়টা স্বস্তির ছিল না। স্বেচ্ছাচারী আচরণ ও খবরদারী স্বভাবের কারণে শ্রীলঙ্কাতেও ক্রিকেটার ও বোর্ডের সাথে তার দূরত্ব সৃষ্টি হয়। শেষ অবধি শ্রীলঙ্কার কোচের পদও হারান।
খবর সারাবেলা / ০৩ সেপ্টেম্বর ২০২০ / এমএম