ফি কমছে করোনা পরীক্ষার
করোনা পরীক্ষার ফি কমছে। এখন থেকে হাসপাতালে করোনা পরীক্ষার ফি লাগবে একশ’ টাকা। আর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে ফি লাগবে ৩শ’ টাকা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম আজ বুধবার ফি কমানোর বিষয়টি জানান। তিনি বলেন, এখনো এ বিষয়ে প্রজ্ঞাপন হয়নি। মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মন্ত্রী ফাইল স্বাক্ষর করলেই প্রজ্ঞাপন জারি হবে।
করোনা সংক্রমণের শুরুতে করোনার পরীক্ষা হচ্ছিল বিনামূল্যে। কিন্তু গত ২৯ জুন থেকে করানার পরীক্ষা করার জন্য ফি নির্ধারণ করে দেয় সরকার। সেসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ‘সরকারের অনেক খরচ হচ্ছে। একটা টেস্ট করতে বেসরকারিভাবে আমরা বেঁধে দিয়েছি ৩৫০০ টাকা। কিন্তু আসলে ল্যাব বসানোর খরচ, যন্ত্রপাতির খরচ এগুলো যদি ধরা হয় আরও বেশি পড়ে সেক্ষেত্রে। এখন তো টেস্টের সংখ্যা ১৫ থেকে ২০ হাজারের কাছে চলে গিয়েছে, প্রতিদিন অনেক টাকা খরচ হয়।’
আর গত ২৮ জুন ফি নির্ধারণ করে দেওয়ার প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) টেস্ট বিনামূল্যে হওয়ার ফলে অধিকাংশ মানুষ উপসর্গ ছাড়াই পরীক্ষা করার সুযোগ গ্রহণ করছে। এমন পরিস্থিতিতে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য অপ্রয়োজনীয় টেস্ট পরিহার করার লক্ষ্যে ফি নির্ধারণ করেছে সরকার।
এদিকে ফি দিয়ে করোনার পরীক্ষার করার সিদ্ধান্তের পর থেকেই নমুনা পরীক্ষা কমে যেতে থাকে। বিশেষজ্ঞরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছেন। সরকার করোনা পরীক্ষার ফি নির্ধারণের পর স্বাস্থ্য বিশেষজ্ঞদের অনেকেই সমালোচনা করেন। ফি নির্ধারণের পর পরীক্ষার হারও কমতে থাকে।
অবশ্য বেসরকারি হাসপাতালে আগে থেকেই পরীক্ষার জন্য ৩৫০০ টাকা দিতে হচ্ছে। আর বেসরকারিভাবে বাসা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য লাগছে সাড়ে ৪ হাজার টাকা।
খবর সারাবেলা / ১৯ আগস্ট ২০২০ / এমএম