ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি দিল্লি—চেন্নাই
জিতলেই ফাইনাল— আইপিএলের লিগ টেবিলের সেরা দুই দল আজ এমন সমীকরণের মুখোমুখি হচ্ছে। রিশাব পান্থের দিল্লি ক্যাপিটালস নাকি ধোনির চেন্নাই সুপার কিংস, কারা যাচ্ছে সরাসরি ফাইনালে? এ প্রশ্নের সমাধানে রাতে উত্তেজনাপূর্ণ ম্যাচে নামছে দুদল।দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রবিবার রাত আটটায় ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ধোনি-পান্থরা। ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালে গেলেও হেরে যাওয়া দলের জন্য থাকবে আরো একটি সুযোগ।
আগামীকাল রাতে এলিমেনেটর ম্যাচে আরসিবি ও কোলকাতার মাঝে জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচ খেলবে প্রথম কোয়ালিফাইতে হেরে যাওয়া দল। সেক্ষেত্রে একটা দ্বিতীয় সুযোগ থাকল দিল্লি/চেন্নাইয়ের হাতে। আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে চলমান আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ।শেষবারের দেখায় ধোনির চেন্নাইকে হারিয়েছে পান্থের দিল্লি।
আজ ম্যাচে ব্যাঙ্গালুরুর বিপক্ষে থাকা অপরিবর্তিত দল নিয়েই খেলতে পারে দিল্লি। অপরদিকে চেন্নাইয়ে মার্কাস স্টইনিসের একাদশে থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাতে দলে রিপাল প্যাটেলের সুযোগ আসতে পারে। এদিকে দুদলের বোলার-ব্যাটাররা দারুণ ছন্দে আছেন। ফাইনালে ওঠার লক্ষ্যে মুখিয়ে আছে দুদলই।
দুর্দান্ত ফর্মে রয়েছেন চেন্নাইয়ের ঋতুরাজ গায়কোয়াড়। সেরা রান সংগ্রাহক হিসেবে কমলা টুপির দৌড়ে তিনি এখন চার নম্বরে। চেন্নাইয়ে অভিজ্ঞ ব্যাটিংয়ে ডু প্লেসি, ইংলিশ অলরাউন্ডার মঈন আলি, রাইডু, রায়নারা তো আছেনই। চেন্নাইয়ের ব্যাটিং গভীরতা অনেক বেশি। অবশ্য দিল্লির ধারাল বোলিং লাইনআপও তাদের বেশ ভোগাবে।
দিল্লির ব্যাটিংয়ে ধাওয়ান, পান্থ, শ্রেয়াসরা থাকলেও চাহার, শার্দুল, হ্যাজলউড, ব্র্যাভো আক্রমণে কিছুটা হলেও এগিয়ে থাকবে। তারুণ্যে ভরপুর দিল্লি অবশ্য জয় তুলে নিলেও অবাক হবার কিছু নেই। টানা তিন হারে এমনিতেই একটু ব্যাকফুটে রয়েছে ধোনির চেন্নাই। যদিও সিএসকে শিবিরে অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যাই বেশি। অভিজ্ঞ খেলোয়াড় নির্ভর চেন্নাই আরো একবার শিরোপা ঘরে তুলতেও মরিয়া। এখন দেখার বিষয় অভিজ্ঞতার কাছে তারুণ্য কতটা সামলিয়ে উঠতে পারে।
দিল্লির সম্ভাব্য একাদশ: পৃথি শ্ব, শিখর ধাওয়ান, রিশাব পান্থ (উইকেটকিপার ও অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, শিমরোন হেটমোর, মার্কাস স্টয়নিস/রিপাল প্যাটেল, অক্সার প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, এনরিক নর্তজে ও আভেস প্যাটেল।চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ: ঋতুরাজ গায়কোড, ফাফ ডু প্লেসি, মঈন আলী, আমবতি রাইডু, রবিন উথাপ্পা/সুরেশ রায়না, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রাবিন্দ্র জাদেজা, ডুয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দিপক চাহার ও জশ হ্যাজলউড।
খবর সারাবেলা / ১০ অক্টোবর ২০২১ / এমএম