প্রিন্স হ্যারির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মেগান
বেশ কিছু দিন যাবৎ চলছে গুঞ্জন। ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারিকে আলাদা কয়েকটি অনুষ্ঠানে যেতে দেখার পর সেই গুঞ্জনের পালে হাওয়া জুড়েছিল। তবে তা ধোপে টেকেনি। হ্যারির স্ত্রী ও অভিনেত্রী মেগান মার্কেল জানিয়েছেন, অমন কিছুই হয়নি। তারা হানিমুনের সময় কাটাচ্ছিলেন।
এ বছরের ফেব্রুয়ারিতে ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মেগান-হ্যারি তাদের দাম্পত্য জীবন টিকিয়ে রাখতে সচেষ্ট রয়েছেন। বিবাহবিচ্ছেদের খবর গুজব ছাড়া আর কিছু নয়। ফক্স নিউজ মেগানের বরাতে দিয়েছে আরও পোক্ত খবর।
জেমি কার্ন লিমা শো’তে উপস্থিত হয়ে গণমাধ্যমটির সঙ্গে কথা বলেছেন মেগান। সেখানে দ্য ডাচেস অফ সাসেক্স বলেছেন, ‘আমরা সুন্দর একটি জীবন গড়েছি। আমাদের সুন্দর ও দারুণ দুটি সন্তান আছে।’ বিচ্ছেদ ইস্যুতে মেগান বলেছেন, ‘সাত বছর পর আমাদের শ্বাসপ্রশ্বাস নেওয়ার জায়গা হয়েছে। নতুন রূপে আমরা দুজনেই উপভোগ করছি।’প্রিন্স হ্যারি সম্প্রতি মেগানকে প্রশংসায় ভাসিয়েছিলেন। সেই বিষয়টি সামনে আনতেই মেগান বলেছেন, ‘আমি খুব খুশি। সে দুর্দান্ত একজন সঙ্গী। তার সাপোর্ট প্রতিদিন আমি অনুভব করি।’
কয়েকটি গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, মেগান ইতোমধ্যে তার আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছেন এবং বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে একটি বড় অঙ্কের অর্থ ও রাজকীয় উপাধি ধরে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। ভ্যানিটি ফেয়ার-এর একটি সাম্প্রতিক নিবন্ধেও এমনটাই দাবি করা হয়েছে। এই বিষয়টি ভালোভাবে নেননি প্রিন্স হ্যারি। তিনি ওই প্রকাশনার বিরুদ্ধে মামলা করার কথা বিবেচনা করছেন।
তবে এই কাপলকে নিয়ে মিডিয়ার মাতামাতি বেড়েছিল, তাদের দুজনের আলাদা হয়ে কিছু অনুষ্ঠানে অংশ নেওয়ার কারণে। বেশ কিছু গণমাধ্যম তাদের মাঝে ফাঁটলের কথাও বলেছিল। তবে মেগান অবশেষে এটা নিশ্চিত করেছেন যে তাদের মাঝে বিচ্ছেদের মতো কিছু ঘটছে না।
খবর সারাবেলা / ৩০ এপ্রিল ২০২৫ / এমএম