প্রবীর মিত্রের কাছে হেরে গেল করোনা

বাংলা চলচ্চিত্রের বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সেগুনবাগিচার বাসায় ফেরেন ৭৭ বছর বয়সী এই অভিনেতা।

প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিসে ভুগছেন। হাটুতে প্রচণ্ড ব্যাথা তার। সে জন্য বাসা থেকেও বের হতেন না। তবুও করোনায় আক্রান্ত হন তিনি। তবে করোনা পরীক্ষার ফল হাতে পাওয়া মাত্র দ্রুত হাসপাতালে ভর্তি করানো তাকে।

তার বড় ছেলের স্ত্রী সোনিয়া ইয়াসমিন জানান, গত ২২ জুন তার শরীরে ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে ছিলেন হাসপাতালে শেষ পরীক্ষায় করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকাই চলচ্চিত্রের এক গুরুত্বপূর্ণ অভিনেতা প্রবীর মিত্র। তার দীর্ঘ ক্যারিয়ারে ‘তিতাস একটি নদীর নাম’, ‘মিন্টু আমার নাম’, ‘জয় পরাজয়’, ‘প্রতিজ্ঞা’, ‘প্রতিহিংসা’ ও ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’সহ তিনশ’রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

খবর সারাবেলা / ০৮ জুলাই ২০২০ / এমএম