প্রগতি সিস্টেমস লিমিটেডে সাংগঠনিক পুনর্গঠন

ব্যবসায়িক অবস্থার পরিবর্তনের কারণে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান প্রগতি সিস্টেমস লিমিটেড (পিএসএল) পূণর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। ফলে প্রতিষ্ঠানটির প্রায় একশত পদ অকার্যকর করা হয়েছে।

এই পূণর্গঠনে ক্ষতিগ্রস্থ কর্মকর্তারা তাদের চুক্তি অনুসারে সম্পূর্ণ ক্ষতিপূরণ পাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।প্রতিষ্ঠানটি জানায়, পিএসএল ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে এই কর্মকর্তাদের অগ্রাধিকার দেবে। এছাড়াও, সংস্থাটি ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের ভবিষ্যতে যে কোনও সম্ভাব্য কর্মসংস্থানের জন্য সহায়তা প্রদান করবে।

পিএসএল একটি  সফটওয়্যার কোম্পানি এবং একটি পেমেন্ট সিস্টেম অপারেটর যেটি চারটি ব্যাংকের সঙ্গে সংযুক্ত হয়ে তাদের এমএফএস অপারেশন চালাতে সাহায্য করছে।পিএসএল-এর কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে, বিদ্যমান গ্রাহক ও পার্টনারদের সেবাদান স্বাভাবিকভাবে অব্যাহত থাকবে।

খবর সারাবেলা / ৩১ জানুয়ারি ২০২১ / এমএম