পূজায় ফুলকো লুচি-পাঁচফোড়নে লাবড়া রেসিপি
পূজায় তুলতুলে লুচি আর পাঁচফোড়নে লাবড়া না হলে কী চলে? প্রিয়জনদের জন্য ঘরেই তৈরি করতে পারেন লুচি-লাবড়া।
আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন তুলতুলে লুচি আর পাঁচফোড়নে লাবড়া।
ফুলকো লুচি
উপকরণ
ময়দা ৩ কাপ, লবণ পরিমাণমতো, গুঁড়াদুধ ৪ টেবিল চামচ, অল্প সুজি, সামান্য চিনি, তেল ২ টেবিল চামচ এবং ১/২ চামচ কালোজিরা। ভাজার জন্য তেল।
প্রণালি
ময়দার সঙ্গে সব উপকরণ মিলিয়ে কিছুক্ষণ মেখে নিন। প্রয়োজনমতো হালকা গরম পানি দিয়ে খুব ভালো করে খামির তৈরি করুন। খামির আধা ঘণ্টা রেখে দিন।
এবার ছোট ছোট লুচি তৈরি করে ডুবো তেলে সোনালি করে ভেজে তুলে নিন।
চাইলে বড় করে রুটি বেলে একটি রুটি থেকে গোল করে কয়েকটি লুচি কেটে নিতে পারেন।
সবজির লাবড়া
উপকরণ
আলু, পেঁপে, মিষ্টি কুমড়া, বেগুন, পটোল, টমেটোসহ পছন্দের সবজি বড় টুকরো করা প্রতিটি ১ কাপ করে নিন। কাঁচামরিচ ৬-৮টি, ঘি ২ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, জিরা, ধনে ও মরিচ বাটা ১ চা চামচ করে, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, তেজপাতা ৩টি, চিনি ১ চা চামচ, পাঁচফোড়ন আধা চা চামচ, তেল আধাকাপ, লবণ পরিমাণমতো।
প্রণালি
হাঁড়িতে তেল গরম করে পাঁচফোড়ন ও তেজপাতা দিন। এবার সব রকম মসলা, চিনি ও কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। কষানো হয়ে এলে তাতে সবজিগুলো ঢেলে কিছুক্ষণ নেড়েচেড়ে সামান্য পানি দিয়ে ১০ মিনিট ঢেকে রান্না করুন। সবজি সিদ্ধ হয়ে এলে চুলার আঁচ কমিয়ে আরও ৫ মিনিট রেখে দিন। তেল ওপরে উঠে এলে নামিয়ে গরম গরম লুচির সঙ্গে পরিবেশন করুন।
খবর সারাবেলা / ১৮ অক্টোবর ২০২০ / এমএম