পূজায় ত্বকের যত্ন
উৎসবের আগে ত্বকের ধরণ অনুযায়ী ফেসিয়াল করে ফেলতে পারেন টানা পাঁচদিনের দুর্গাপূজার মহোৎসবে ব্যস্ত থাকাটাই স্বাভাবিক। মহাষষ্ঠী থেকে উৎসবের শুরু দশমীতে শেষ। এমন সময়ে বাড়িতে অতিথি আপ্যায়নে ব্যস্ততার পাশাপাশি পূজো মন্ডপে যাওয়ার আনুষ্ঠানিকতার মধ্যে নিজের যত্ন নেওয়া কঠিন। সেজন্য পূজোর আগেই ত্বকের যত্ন নিতে হবে। কিন্তু তা সারবেন কিভাবে? চলুন দেখে নেওয়া যাক:
ফেসিয়াল
প্রতিমাসে অন্তত এক কিংবা দুবার ত্বক গভীরভাবে পরিষ্কার করতে হবে। উৎসবের আগে ত্বকের ধরণ অনুযায়ী ফেসিয়াল করে ফেলতে পারেন। কারণ ফেসিয়ালের মাধ্যমে ত্বক বেশি সময় ধরে ম্যাসাজ করা হয়। এইভাবে ত্বকের সজীবতা বাড়ে। পূজার একদিন আগে ত্বকের পরিচর্যার চিন্তা বাদ দিয়ে আগেই ফেসিয়াল করিয়ে নিন।
পূজা
হেয়ারকাট
চুল কাটার পর তা আমাদের মুখের সঙ্গে সামঞ্জস্য হতে খানিকটা সময় লাগে। এজন্য পূজার আগেই চুল কাটার পরিকল্পনা করে নিন। একদম পূজার আগে হেয়ারকাট দিলে আপনারই মন খারাপ হবে।
পূজা
ওয়াক্সিং
হাত ও পায়ের ওয়াক্সিং করার পরিকল্পনা থাকলে দ্রুত করে নিন। একদম শেষ সময়ের অপেক্ষা ভুলেও করবেন না। কারণ ওয়াক্সিং এর পর ত্বকে নানা অস্বস্তি দেখা দিতে পারে এবং সময় নিয়ে তাদের ঠিক করতে হয়। তাই পূজার আনুষ্ঠানিকতার আগে আগে ওয়াক্সিং করে নিন।
মেনিকিউর ও পেডিকিউর
পূজো উপলক্ষে বাইরে বাইরেই কেটে যাবে সময়। রোদে অনেকক্ষণ হাটার ফলে হাতে-পায়ে ট্যান পড়ে। এই সময়ে হাত ও পায়ের উজ্জ্বলতা ফেরাতে মেনিকিউর-পেডিকিউর করাতে পারেন।
খবর সারাবেলা / ০৪ অক্টোবর ২০২২ / এমএম