পুরানোকে সাজাই নতুনভাবে
সারাদিন কর্মব্যস্ত দিন পার করার পরে একটু শান্তি মিলে নিজের বাড়িতে। সবাই চায় তার বাড়িটি সবসময় পরিপাটি থাকুক। কিন্তু অনেক সময় তা হয়ে ওঠে না বাড়িটি পুরানো হওয়ার কারণে। নতুনভাবে বাড়িটি সাজাতে একটু বেগ পেতে হতে পারে। এজন্য আপনাকে একটু কৌশলী হতে হবে। খুব সাধারণ কিছু পরিবর্তন বা সংযোজন করে আপনার পুরানো বাড়িকে নতুন রূপ দিতে পারেন। এতে আপনার বাড়ির পরিবেশে নতুনত্ব আসবে। যা আপনার মনে অনাবিল প্রশান্তি নিয়ে আসবে। আপনি কিছু পরিবর্তন করলে আপনার বাড়ি একেবারে সুন্দর হয়ে যাবে।
পুরানো বাড়ির রং মলিন হলে বা মনের মতো না হয়, এক্ষেত্রে আপনি প্রথমেই আপনার পছন্দমত বাড়িটি রং করিয়ে নিতে পারেন। যা আপনার পুরানো বাড়িতে নতুন অবশ্যই আনবে। দেয়ালে রং করার পাশাপাশি দেয়াল চিত্র আঁকিয়ে নিতে পারেন যা আপনার বাড়িকে আরও শৈল্পিকতা দান করবে।এছাড়া দেয়ালে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিল্পকর্ম লাগাতে পারেন। বিশেষ করে বিভিন্ন ধরনের আলোকচিত্র দেয়ালে ঠাঁই পেতে পারে। হাতে আঁকা বিভিন্ন ধরনের চিত্রকর্ম ও বিভিন্ন ধরনের শো-পিচ ব্যবহার করতে পারেন।
অনেক পুরানো বাড়িতে আলোর স্বল্পতা দেখা যায়। যা আপনার মনের ওপর দারুণভাবে প্রভাব ফেলে। চকচকে আলো আপনাকে সবসময় উৎফুল্ল ও সাবলীল রাখে। তাই আপনি ভালো মানের উজ্জ্বল আলো ব্যবহার করতে পারেন। এ ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ব্যতিক্রমী আলোকসজ্জার ব্যবহার করতে পারেন। ঘরের আয়তন অনুযায়ী লাইটের ব্যবহার করতে হবে।পুরানো মেঝেতে নতুনত্ব আনতে নানা রঙের শতরঞ্জি বা কার্পেট ব্যবহার করতে পারে। যা ঘরের শোভাকে পরিপূর্ণতা দান করবে।
এছাড়া বেশ কিছু পুরানো আসবাবপত্র পরিবর্তন বা মেরামত করে নিতে পারেন। পুরনো কাঠের আসবাব-পত্রকে রং করে নিতে পারেন। কিছু আসবাবপত্র থাকে, যা আমরা দীর্ঘদিন ব্যবহার করে থাকি। যা আমাদের বাড়ির পরিবেশে একঘেয়েমি আনতে পারে। চাইলেও আমরা এসব আসবাবপত্র ছুঁড়ে ফেলে দিতে পারব না বা নতুন করে কিনে আনতে অর্থকরী বেশ খরচ করতে হবে। এজন্য আমরা এই সব আসবাব পত্রকে রং করে মেরামত করে নিতে পারি। বিশেষ করে সোফাসেট, ওয়ারড্রব এসব জিনিসপত্র কাঠের ব্যবহার করে থাকি। যার কারণে অনেক দিন ধরে রঙের কোনো পরিবর্তন হয় না। তাই আমরা বর্তমানে আধুনিক ডিজাইনের রং করে নিতে পারি। যা অবশ্যই আপনার বাড়ির নতুনত্ব বৃদ্ধি করবে।
আপনি যদি আরেকটু সৌখিন হয়ে থাকেন, তাহলে বাসা অ্যাকুরিয়াম দিয়ে সাজাতে পারেন। আপনার পছন্দমতো জায়গায় বিভিন্ন ধরনের ঘর সাজানোর যে গাছ পাওয়া যায়। তা ঘরে নিয়ে আসতে পারেন। বিশেষ করে বিভিন্ন ধরনের বনসাই আপনি ঘরে রাখতে পারেন। এটা আপনার পুরানো বাড়িতে প্রাকৃতিক আবহাওয়া তৈরি করবে।
আপনার বাড়ির একটা গুরুত্বপূর্ণ স্থান হলো বেলকনি। রাতে সেখানে দাঁড়িয়ে গ্রিল ধরে চাঁদ দেখা কিংবা প্রকৃতি উপভোগ দুটোই আমাদের অনেকের দৈনন্দিন জীবনের একটি অভ্যাস। এ ক্ষেত্রে সেখানকার পরিবেশটাও কিন্তু হওয়া চাই সুন্দর। উভয়ের সমন্বয়ে এক আত্মিক সুখ অনুভূত হয়। এর জন্য যে আপনাকে খুব বেশি কিছু করতে হবে তা কিন্তু নয়। বরং তা করতে পারেন খুব সহজেই। বাড়িতে থাকা প্লাস্টিকের বোতলগুলোকে কেটে সেখানে ছোট লতাপাতার মতো গাছের বীজ রোপণ করতে পারেন। কয়েকদিন পরেই দেখবেন আপনার পুরানো বাড়ির বেলকনি ভরে উঠেছে সবুজ। অবশ্যই নতুনভাবে সাজানো বেলকনিটি পুরনো বাসার সঙ্গে আপনাকে নতুনভাবে পরিচয় করিয়ে দেবে।
খবর সারাবেলা / ১৩ ডিসেম্বর ২০২২ / এমএম