পুত্র সন্তানের বাবা হলেন নাসির

বিয়ের পর নানা ঝামেলা পোহানো নাসির-তামিমা দম্পতি অনেকদিন ধরেই ছিলেন অগোচরে। আবারও আলোচনায় এসেছেন তারা। তবে এবার কোনো সমালোচনা নয়, সুখবর নিয়ে এই দম্পতি। পুত্র সন্তানের বাবা হয়েছেন ক্রিকেটার নাসির হোসেন। স্থানীয় সংবাদমাধ্যমে নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন।

এই দম্পতির কোলজুড়ে যে নতুন সদস্য আসছে সেটা জানা গেছে গত ২৫ ফেব্রুয়ারি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের স্ত্রী তামিমা তাম্মির বেবি বাম্পের ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছিলেন এই বাংলাদেশি ক্রিকেটার।

উল্লেখ্য, গত বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নাসিরের স্ত্রী পেশায় কেবিন ক্রু। কাজ করেন বিদেশি একটি এয়ারলাইনসে। বিয়ের অনুষ্ঠানে পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ আত্মীয়স্বজন, জাতীয় দলের ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন।

খবর সারাবেলা / ১৯ এপ্রিল ২০২২ / এমএম