পা ফোলা কেন চিন্তার বিষয়
দৈনন্দিন জীবনে বিভিন্ন কারণ পা ফুলতে পারে। উচ্চতা অনুযায়ী শরীরের ওজন অনেক বেশি থাকলে, দীর্ঘক্ষণ বসে থাকলে বা ভ্রমণ করলে, ব্যথানাশক ওষুধ, উচ্চ রক্তচাপের ওষুধ এবং জন্মনিয়ন্ত্রণের ওষুধ খেলে পা পুলতে পারে। এসব সাধারণ কারণ ছাড়াও গুরুতর কিছু রোগের পূর্বাভাসও হলো এই পা ফোলা। জেনে নিন সেগুলো কী কী।
লিভার: লিভারে সমস্যা থাকলে পা ফোলা ফোলা ভাব দেখা যায়। লিভার সংক্রান্ত রোগে শরীরে অ্যালবুমিন নামক প্রোটিনের উৎপত্তি বন্ধ করে দেয়। অ্যালবুমিন রক্তনালি থেকে রক্ত বের হতে বাধা দেয় কিন্তু এর প্রোটিনের অভাবে ফলে অনেক সময়ে রক্তনালি থেকে রক্ত বের হতে পারে। ফলে পায়ে তরল পদার্থ জমা হতে হতে একসময়ে পা ফুলতে শুরু করে। শুধু তাই নয়, শরীরে এই প্রোটিনের অভাব হলে জন্ডিস, ঘা দেখা দেয় এবং শরীরে কর্মক্ষমতা ধীরে ধীরে কমে যায়।
কিডনি ঠিকমতো কাজ না করলে শরীরের ওপরের অংশের তরল জমা হতে শুরু করে। যার ফলে পা ফুলে যায়
কিডনি: যাদের কিডনি সমস্যা রয়েছে সে ক্ষেত্রে কিডনি ঠিকমতো কাজ না করায় শরীরের ওপরের অংশের তরল জমা হতে শুরু করে। যার ফলে পা ফুলতে শুরু করে। কিডনিতে সমস্যা থাকলে শ্বাসকষ্ট, ক্লান্ত বোধ করাসহ নানা সমস্যা দেখা যায়। প্রাথমিক পর্যায়ে কিডনির সমস্যা শনাক্ত করতে না পারলে পরবর্তীকালে কোমায় চলে যাওয়ার আশঙ্কা থাকে।
লিম্ফ্যাটিক সিস্টেম: শরীরে লিম্ফ্যাটিক সিস্টেম ঠিকভাবে কাজ না করলে টক্সিন এবং ব্যাকটেরিয়া জমা হতে শুরু করে। এর ফলে ইনফেকশনের সমস্যা এবং তা থেকে পায়ে ফোলার সমস্যা তৈরি হয়।
যকৃতের রোগ: যকৃৎ বা লিভারের কোনো সমস্যা হলে, মানে সিরোসিস হলে প্রথম দিকে পেটে ও পরে পায়ে পানি জমতে পারে। এ ধরনের রোগীদের খাবারে অরুচি, হলুদ প্রস্রাব, রক্ত বমি হয়।
শরীরে থাইরয়েড হরমোনের মাত্রা কমে গেলে পায়ে পানি আসতে পারে
হৃদরোগ: হৃদরোগের সমস্যা থাকলেও পা ফোলার সমস্যা দেখা যায়। হৃদরোগের সমস্যা থাকলে হৃদপিণ্ড সঠিক মাত্রায় রক্ত পাম্প করতে পারে না। ফলে শরীরে পানি এবং লবণের মাত্রা বাড়তে থাকে এবং পা ফুলে যায়। হৃদরোগে সমস্যা থাকলে মূলত শ্বাসকষ্ট, ক্লান্তি, হাঁচির লক্ষণ দেখা দেয়।
এ ছাড়া শরীরে থাইরয়েড হরমোনের মাত্রা কমে গেলে পায়ে পানি আসতে পারে। তাই পায়ে ফোলা ভাব আপনেতেই সেরে যাবে ভেবে এড়িয়ে যাবেন না। দিনে দিনে পরিমাণ আরও বাড়তে পারে। এ ধরনের সমস্যা দেখা গেলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন।
খবর সারাবেলা / ৩১ মার্চ ২০২২ / এমএম