পাকিস্তানের কোচ হওয়ার তালিকায় এগিয়ে মিসবাহ

মিকি আর্থারের চেয়ারে বসছেন কে? সম্ভাবনায় এগিয়ে এখন মিসবাহ উল হক। পাকিস্তানি সাবেক এ অধিনায়ক আপাতত দায়িত্ব পালন করছেন জাতীয় দলের ক্যাম্প কমান্ড্যান্টের। তাঁর কাজে খুশি পিসিবি কর্তারা। কোনো ইঙ্গিত পেয়েই হয়তো পিসিবির ক্রিকেট কমিটির কোচের পদ ছেড়েছেন মিসবাহ। পাশাপাশি করেছেন নতুন কোচ হওয়ার আবেদনও। শেষ দিনে আবেদনপত্র জমা দিয়ে স্বপ্নও দেখছেন মিসবাহ, ‘ভালো লাগছে জেনে যে পাকিস্তানের পরের কোচ হওয়ার আলোচনায় আমার নাম আছে। তবে সিদ্ধান্তটি আমিই নিয়েছি। জানি, ভীষণ যোগ্যতাসম্পন্ন আরো অনেকে আবেদন করবেন। এর পরও আমি আশাবাদী।’

পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, পিসিবি কোচ হওয়ার জন্য শর্ত রেখেছে লেভেল টু করার পাশাপাশি অন্তত তিন বছরের অভিজ্ঞতার। মিসবাহর সেই অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা না থাকলেও সবার পছন্দের ব্যক্তি হওয়ায় কোচ হওয়ার স্বপ্ন কি পূরণ হবে মিসবাহর?

খবর সারাবেলা / ২৮ আগস্ট ২০১৯ / টি আই