পাকিস্তানের কিংবদন্তি লেগস্পিনার আব্দুল কাদিওরের মৃত্যু

পাকিস্তানের কিংবদন্তি লেগস্পিনার আব্দুল কাদির মারা গেছেন। শুক্রবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

৮০’র দশকে ক্রিকেটে লেগস্পিন ছিল অপার রহস্য। সেই রহস্যে বিশ্ব কাঁপিয়েছিলেন কাদির। তাকে বলা হয় কিংবদন্তি শেন ওয়ার্ন, মুশতাক আহমেদের গুরু।

১৯৮৭ সালে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে ৫৬ রানে ৯ উইকেট নেন কাদিন। এটিই ছিল তার ক্যারিয়ারসেরা বোলিং।

একসময় পাক দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন এই লেগস্পিন লিজেন্ড। ধারাভাষ্যকারের ভূমিকাতেও দেখা গেছে তাকে।

কাদিরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক টুইটে তারা জানিয়েছে, মায়েস্ত্রো স্পিনারের মৃত্যুতে শোকাহত পিসিবি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল সমবেদনা।

 

খবর সারাবেলা/ ০৭ সেপ্টেম্বর ২০১৯/ টি আই