নেইমারের মাইফলক ছোঁয়ার দিনে পিএসজির জয়
লিগ ওয়ানে বোর্দোর বিপক্ষে জোড়া গোল করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। আর তাতেই ক্যারিয়ারের ৪০০তম গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন এই পিএসজি ফরোয়ার্ড। আর নিজের রেকর্ড গড়ার দিনে ম্যাচ জিতেছে তার দলও।
শনিবার বোর্দোর মাঠে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় ফরাসি জায়ান্টরা। এমবাপ্পের পাস থেকে ২৪ ও ৪৩তম মিনিটে গোল দুটি করেন নেইমার। পরে গোল করেন ফরাসি তারকা এমবাপ্পেও। শেষ পর্যন্ত লিগ ওয়ানের ম্যাচটি ৩-২ ব্যবধানে জিতেছে পিএসজি।ইনজুরিতে থাকায় এদিন মেসিকে ছাড়াই মাঠে নামে পিএসজি। দলের আক্রমণভাগের দুই তারকা পুরো ম্যাচটা বের করে আনে। এদিন ২৬ মিনিটে এমবাপের পাস থেকে বল জালে জড়িয়ে দলকে লিড এনে দেন নেইমার।ক্যারিয়ারের ৪০০তম গোল করার পর নেইমার জুনিয়রের উদযাপন।
প্রথমার্ধ শেষের একটু আগে এমবাপের অ্যাসিস্ট থেকে জোড়া গোল আদায় করে নেন ব্রাজিলিয়ান। দুই গোলের লিডের স্বস্তি নিয়ে বিরতি থেকে ফিরে ব্যবধান মুহূর্তের মধ্যে ৩-০ বানিয়ে ফেলে পিএসজি। ৬৩ মিনিটে ওয়াইনালডামের পাস থেকে গোল করেন এমবাপে।
ঘরের মাঠে তিন গোলে পিছিয়ে থেকে দারুণ কামব্যাক করে বোর্দো। ম্যাচের ৭৮ মিনিটে এলিসের গোলে ব্যবধান কমায় তারা। নিয়াংগের গোলে ম্যাচের যোগকরা সময়ে ব্যবধান ২-৩ করে ফেলে দলটি। আর কোনো গোলের দেখা না পাওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে মাউরিও পচেত্তিনোর শিষ্যরা।
নেইমার-এমবাপ্পের নৈপূন্যে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করেছে পিএসজি। ১৩ ম্যাচে তাদের ঝুলিতে পয়েন্ট ৩৪। ১০ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে লেনস। ১৩ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬তম অবস্থানে রয়েছে বোর্দো।
খবর সারাবেলা / ০৭ নভেম্বর ২০২১ / এমএম