নিত্যব্যবহার্য যন্ত্রে জং ধরতে শুরু করেছে? রইলো সমাধান

নিত্যব্যবহার্য যন্ত্রে জং ধরতে শুরু করেছে? বাড়িতে ধাতুর আসবাব, ছোটখাটো যন্ত্রপাতি থেকে শুরু করে বাসনপত্র ব্যবহারের বাড়তি সুবিধার পাশাপাশি আছে নানান সমস্যাও। জং ধরলে জিনিস বাতিল করতে হয় এটিই মূল সমস্যা নয়। অনেক সময় কিছু কিছু ধাতুতে জং স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি করে।সে যাহোক, একটু চেষ্টা করলে সহজেই এসকল দাগ তুলে ফেলা সম্ভব। সেটা কিভাবে? আসুন দেখেই নেওয়া যাক।স্টিলের উল কিংবা ধারালো ব্রাশ দিয়ে যেকোনো ধাতুর উপরিতল থেকে জং তুলে ফেলা সম্ভব

ধারালো ব্রাশ ব্যবহার করুন

স্টিলের উল কিংবা ধারালো ব্রাশ দিয়ে যেকোনো ধাতুর উপরিতল থেকে জং তুলে ফেলা সম্ভব। এ কাজটি অবশ্যই আরামদায়ক নয়। হাতের জোর লাগবে ভীষণ। তবে করতে পারলে কাজে দিবে। ধারালো ব্রাশ কিংবা স্টিলের উল ব্যবহারের পর দেখবেন পছন্দের ধাতুর জিনিসটি কিছুটা উজ্জ্বলতা হারিয়েছে। সেক্ষেত্রে মিহি শিরিষ কাগজ দিয়ে একবার ঘষে নিন। তাতে লোহার যন্ত্রপাতি কিংবা বাসনপত্র নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে।

সাদা ভিনেগারের ব্যবহার

সাদা ভিনেগারে জং লেগে থাকা জিনিস চুবিয়ে রাখুন। বড় বাসন কিংবা জিনিসপত্র ডুবিয়ে রাখা অবশ্য সম্ভব না। সেটি করতে গেলেও অনেক খরচ। সেক্ষেত্রে ভিনেগার মাখিয়ে কয়েক ঘণ্টা রেখে দিন। অ্যালুমিনিয়াম ফয়েলের একটি বড় টুকরো ভিনেগারে ভিজিয়ে ঘষে ঘষে জং তুলে দেওয়া যাবে।

লেবুর খোসা দিয়ে ঘষলেই দেখবেন জং উঠতে শুরু করেছে

লেবু আর লবণের মিশ্রণ

প্রথমে জং ধরা জিনিসের গায়ের ওপর লবণ ছিটিয়ে নিন। এবার ওপরে লেবুর রস ঢালুন। খেয়াল রাখবেন লবণের স্তর যেন পুরোপুরি ঢেকে যায় লেবুর রসে। এভাবে কয়েক ঘণ্টা রেখে দিন। লবণ জং-এর গঠন ভেঙে দিবে। অবশেষে লেবুর খোসা দিয়ে ঘষলেই দেখবেন জং উঠতে শুরু করেছে।

সোডা আর পানির পেস্ট

বেকিং সোডা আর পানি মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। সেই পেস্ট জং-এর গায়ে মাখিয়ে কয়েক ঘণ্টা ফেলে রাখুন। স্টিল উল দিয়ে ঘষলেই জং উঠে যাবে।

বেকিং সোডাও জং তুলতে সাহায্য করে

পোর্সেলিনে জং

পানিতে আয়রনের পরিমাণ বেশি থাকলে প্রায়শই বিচ্ছিরি লাল দাগ বসে। সেজন্যে বোর‍্যাক্স পাউডার ও লেবুর রস মিশিয়ে কয়েক ঘণ্টা বেসিনে লাগিয়ে রাখুন। এতে জং উঠে যাবে।

খবর সারাবেলা / ১৭ আগস্ট ২০২২ / এমএম