নিউ ইয়র্কে করোনায় নিহত বাংলাদেশিদের গণকবর দেওয়া হচ্ছে
প্রাণঘাতী করোনা ভাইরাসে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৩১ জন বাংলাদেশি মারা গেছেন। এদের মধ্যে নিউ ইয়র্কেই ৮০ জনের বেশি।তবে দেশটিতে বাংলাদেশিদের এই মৃতের সংখ্যা সরকারিভাবে প্রকাশ করা হয়নি। কমিউনিটি যোগাযোগের মাধ্যমে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা পাওয়া যাচ্ছে। এ সংখ্যা এদিক-সেদিক হতে পারে।
জানা যায়, নিউ ইয়র্কে করোনায় নিহত বাংলাদেশিদের গণকবর দেওয়া হচ্ছে। এছাড়া আরও জানা যায়, নিউ ইয়র্কে করোনায় আক্রান্ত আরও কয়েকজন বাংলাদেশি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে চিকিৎসকও আছেন।
এদিকে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২২ হাজার ১০৯ জনের। প্রতিনিয়ত এই সংখ্যা হু হু করে বাড়ছে।
খবর সারাবেলা / ১৩ এপ্রিল ২০২০ / এমএম