নাটোরের লালপুরে শ্রীরামগাড়ি এলাকা থেকে ২৬৫০ লিটার চোরাই তেলসহ আটক ৪

নাটোরের লালপুরের শ্রীরামগাড়ি এলাকা থেকে ট্রেনের ২৬৫০ লিটার চোরাই তেল (ডিজেল) ও ১টি ইজিবাইকসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার রাতে র‍্যাব-৫ নাটোর ক্যাম্পেরর একদল সদস্য গোপন সংবাদের ভিত্তিতে লালপুরের শ্রীরামগাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ১টি ইজিবাইকসহ ১৩টি ড্রামে রক্ষিত ট্রেনের ২৬৫০ লিটার চোরাই জ্বালানী তেল উদ্ধার করে। এসময় চানঁ মিয়া, বিপুল শেখ, মিজাউল ইসলাম ও সাহেদুল ইসলাম নামে চারজনকে গ্রেফতার করা হয়।
এই চোরাই জ্বালানী তেল বিক্রির উদ্যেশ্যে ঘটনাস্থলে গ্রেফতারকৃতরা অবস্থান করছিল বলে জানিয়েছেন র‌্যাব-৫এর নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ রাজিবুল আহসান।

 

খবর সারাবেলা/ ০৮ সেপ্টেম্বর ২০১৯/ টি আই