নতুন নাটক নিয়ে ফিরছেন মৌসুমী

September 30, 2020

করোনাভাইরাসের কারণে ছয় মাস ঘরবন্দি থাকার পর অভিনয়ে ফিরছেন চিত্রনায়িকা মৌসুমী। নতুন একটি নাটক দিয়ে পর্দায় ফিরছেন এ তারকা।

নাটকের নাম ‘ভক্ত’। কক্সবাজারে এই নাটকের শুটিং শেষ হয়েছে। চিত্রনায়িকা মৌসুমী জানান, গত শনিবার এই নাটকের শুটিং শুরু হয়। নাটকে মৌসুমীকে একটি তারকার চরিত্রে দেখা যাবে।

মির্জা রাকিবের রচনায় নাটকটি পরিচালনা করছেন তারেক শিকদার। পরিচালক বলেন, এই নাটকের বেশিরভাগ কাজ হয়েছে কক্সবাজারের একটি পাঁচতারকা হোটেলে।

‘বেশিরভাগ কাজ হয়েছে কিছু দৃশ্য থাকছে সৈকতের। একজন ভক্ত ও তারকার গল্প নিয়েই নাটকটি তৈরি করা হয়েছে।এতে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান।

খবর সারাবেলা / ৩০ সেপ্টেম্বর ২০২০ / এমএম