নতুন দায়িত্বে নিল ম্যাকেঞ্জি

করোনা প্রাদর্ভাবের শুরুতেই বাংলাদেশ ছাড়েন নিল ম্যাকেঞ্জি। বাংলাদেশ ক্রিকেটে ফিরলেও ফিরেননি টাইগারদের এই প্রোটিয়া ব্যাটিং পরামর্শক। আচমকা ইস্তফা দেওয়া ম্যাকেঞ্জির স্থলে নতুন কোচকে দায়িত্ব দেরি করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শ্রীলঙ্কা সফরের আগ মুহূর্তে ম্যাকেঞ্জির পদত্যাগের পর তার জায়গা নেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান। তবে পারিবারিক কারণ দেখিয়ে চাকরি ছাড়া নিল ইতোমধ্যেই নিজ দেশের ক্রিকেট বোর্ডে চাকরিও পেয়ে গেছেন। দক্ষিণ আফ্রিকার হাই পারফরম্যান্স ম্যানেজমেন্টে ব্যাটিং কোচ হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের সাবেক এই ব্যাটিং পরামর্শক।

বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পেছনে পরিবারকে সময় দেওয়ার বিষয়টি বড় করে উপস্থাপন করেছিলেন ম্যাকেঞ্জি। পরিবারকে সময় দিয়েই নতুন চাকরি করতে পারবেন তিনি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকান বোর্ড জানিয়েছে, ম্যাকেঞ্জিসহ সাত জনকে হাই পারফরম্যান্স ম্যানেজমেন্টে নিয়োগ দেওয়া হয়েছে। তারা দক্ষিণ আফ্রিকা জাতীয় পুরুষ ও নারী দলের কোচিং স্টাফের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

এরআগেও দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডে কাজ করেছেন ম্যাকেঞ্জি। দুই দফায় দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

২০১৮ সালের জুলাই মাসে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ শুরু করেন ম্যাকেঞ্জি। নিজের কার্যকারিতা প্রমাণ করতে বেশি সময় নেননি তিনি। দ্রুতই বাংলাদেশের ব্যাটিং লাইন আপে উন্নতির ছাপ রাখেন সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ম্যাকেঞ্জি। তিনি বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে দুই বছর ছিলাম, বিশ্বকাপে গিয়েছি। কোচ হিসেবে আরও বেশি অভিজ্ঞতা নিয়ে ফিরেছি। নিজের সেরাটা দিয়ে কাজ করতে সামনে তাকিয়ে আছি।’

৪৪ বছর বয়সী প্রোটিয়া এই কোচ দেশের হয়ে ৫৮টি টেস্ট খেলেছেন। ৫টি সেঞ্চুরি ও ১৬টি হাফ সেঞ্চুরিসহ ৩৭.৩৯ গড়ে ৩ হাজার ২৫৩ রান করেছেন ম্যাকেঞ্জি। ৬৪টি ওয়ানডেতে ২টি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরিসহ ৩৭.৫১ গড়ে ১ হাজার ৬৮৮ রানের মালিক তিনি।

খবর সারাবেলা / ১১ সেপ্টেম্বর ২০২০ / এমএম