দ্বিতীয় টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৩০ আগস্ট দ্বিতীয় টেস্টে মাঠে নামবে দুই দল।

প্রথম টেস্টে ৩১৮ রানের বিশাল ব্যবধানে হারার পর এই টেস্টে দুইটি পরিবর্তন এনেছে ক্যারিবীয়রা। তাই দল থেকে বাদ পড়েছেন পেসার মিগুয়েল কামিন্স ও উইকেট কিপার ব্যাটসম্যান শেন ডওরিচ। তার পরিবর্তে দলে ঢুকলেন অলরাউন্ডার কিমো পল, শাই হোপ। আর ব্যাক আপ উইকেট কিপার হিসেবে থাকছেন জামার হ্যামিল্টন।

এই টেস্ট জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম পয়েন্ট অর্জন করা লক্ষ্য থাকবে ক্যারিবীয়দের। অন্যদিকে দ্বিতীয় টেস্টও জিতে সিরিজ থেকে পূর্ণ পয়েন্ট অর্জন করতে চাইবে ভারত।

খবর সারাবেলা / ২৮ আগস্ট ২০১৯ / টি আই