দু’দিনের ব্যবধানে কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে নিত্যপণ্যের বাজারে বৃষ্টি ও বন্যার প্রভাব পড়েছে। ২ দিনের ব্যবধানে আরেক দফা বেড়ে শুক্রবার প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৯০-২০০ টাকা। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে একাধিক সবজির দাম। এ দিন বাজারে সব ধরনের চালও চড়া মূলে বিক্রি হয়েছে। এছাড়া আট ধরনের মসলা বাড়তি দরে বিক্রি হয়েছে।শুক্রবার রাজধানীর নয়াবাজার, কারওয়ান বাজার ও মালিবাগ কাঁচাবাজার ঘুরে ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

এক মাস আগে প্রতি কেজি কাঁচা মরিচ খুচরা বাজারে ৬০-৮০ টাকায় বিক্রি হয়েছে। বৃষ্টি ও বন্যার কারণ দেখিয়ে মরিচ বুধবারও ১৬০ থেকে সর্বোচ্চ ১৮০ টাকায় বিক্রি হয়েছে। তবে শুক্রবার আরেক দফা কেজিতে ২০-৩০ টাকা বেড়ে পণ্যটি বিক্রি হয়েছে ১৯০-২০০ টাকায়।

এছাড়া এ দিন খুচরা বাজারে প্রতি কেজি বরবটি বিক্রি হয়েছে ৬০-৭০ টাকা। যা ৭ দিন আগে বিক্রি হয়েছে ৫০-৬০ টাকা। প্রতি কেজি বেগুন বিক্রি হয়েছে ৬৫-৭৫ টাকা। যা ৭ দিন আগে বিক্রি হয়েছে ৬০-৭০ টাকা।

মানভেদে পাকা টমেটো বিক্রি হয়েছে ১০০ থেকে ১৩০ টাকা। প্রতি কেজি গাজর বিক্রি হয়েছে ৮০-১০০ টাকা। কেজিতে ৫ টাকা বেড়ে চিচিঙ্গা বিক্রি হয়েছে ৫০-৬০ টাকা। প্রতি কেজি কাকরোল বিক্রি হয়েছে ৬০ টাকা। এছাড়া প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ৩০-৩৬ টাকা।

কারওয়ান বাজারে সবজি কিনতে আসা মো. রকিবুল ইসলাম বলেন, গত সপ্তাহের তুলনায় বাজারে সবজির দর কেজিতে ১০ টাকার মতো বাড়তি। মরিচে হাতই দেয়া যাচ্ছে না। যেখানে ১০ থেকে ১৫ টাকার মরিচ নিতাম, সেখানে এ পরিমাণ টাকায় মরিচ বিক্রি করছেন না বিক্রেতারা। তারা বলছে, এখন প্রতি কেজি কাঁচা মরিচের দাম ২০০ টাকা। এ কারণে তারা ১০ টাকার মরিচ বিক্রি করবেন না। কম করে হলেও ৩০ টাকার মরিচ নিতে হবে।

একই বাজারের সবজি বিক্রেতা মো. আল-আমিন বলেন, কয়েকদিন ধরেই কাঁচা মরিচের দাম ওঠানামা করছে। কারণ অতি বৃষ্টি ও বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলের মরিচের ক্ষেত নষ্ট হয়ে গেছে। এ কারণে সরবরাহ কম। তাই পাইকারিতে বাড়তি দরে বিক্রি হচ্ছে। ফলে খুচরা পর্যায়ে দাম বেড়েছে।তিনি বলেন, বাজারে বন্যার কারণে একাধিক সবজির দামও বেড়েছে। সরবরাহ বাড়লে দাম কমে আসবে।

বাজারের খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে আরও জানা গেছে, এ দিন প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকা। যা ৭ দিন আগে বিক্রি হয়েছে ৩৫-৪০ টাকা। দেশি শুকনা মরিচ প্রতি কেজি বিক্রি হয়েছে ২০০-২৫০ টাকা। যা ৭ দিন আগে বিক্রি হয়েছে ১৮০-২৫০ টাকা। আমদানি করা শুকনা মরিচ প্রতি কেজি বিক্রি হয়েছে ২৫০-৩২০ টাকা। যা ৭ দিন আগে সর্বোচ্চ ৩০০ টাকায় বিক্রি হয়েছে।

এ দিন প্রতি কেজি দারুচিনি বিক্রি হয়েছে ৪৮০-৫০০ টাকা। যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ৩৮০-৪৫০ টাকা। প্রতি কেজি ধনেপাতা বিক্রি হয়েছে ১৩০ টাকা। যা ৭ দিন আগে বিক্রি হয়েছে ১০০ টাকা। প্রতি কেজি তেজপাতা বিক্রি হয়েছে ১২০ টাকা। যা ৭ দিন আগে বিক্রি হয়েছে ১০০ টাকা। দেশি হলুদ প্রতি কেজি বিক্রি হয়েছে ১৪০ টাকা। যা ৭ দিন আগে বিক্রি হয়েছে ১২০ টাকা। আমদানি করা প্রতি কেজি দেশি হলুদ বিক্রি হয়েছে ১৫০-২২০ টাকা। যা ৭ দিন আগে সর্বোচ্চ ২০০ টাকায় বিক্রি হয়েছে।

এছাড়া এ দিন প্রতি কেজি দেশি আদা বিক্রি হয়েছে সর্বোচ্চ ১৩০ টাকা। যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ১২০ টাকা। প্রতি কেজি আমদানি করা আদা বিক্রি হয়েছে ১৩০-১৬০ টাকা। যা ৭ দিন আগে বিক্রি হয়েছে ১২০-১৫০ টাকা।

রাজধানীর নয়াবাজারের নিত্যপণ্য কিনতে আসা মো. সালাউদ্দিন বলেন, প্রতি বছরের মতো এবারও কোরবানির ঈদ আসার ২ সপ্তাহ আগেই একাধিক মসলার দাম বেড়েছে। সংবাদ মাধ্যমে দেখছি, এবার করোনা পরিস্থিতির জন্য বাজারে মসলার চাহিদা কম। তাই দামও কম থাকার কথা। কিন্তু কই? সব ধরনের মসলার দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে।

একই বাজারের মুদি বিক্রেতা মো. তুহিন বলেন, বাজারে মসলার চাহিদা গত বছরের তুলনায় অনেক কম। তবুও দাম বাড়তি। কারণ পাইকারিতে দাম বাড়ানো হয়েছে। এ কারণে খুচরা বাজারেও বাড়তি দরে বিক্রি করতে হচ্ছে।

এ দিন বাজারে সব ধরনের চাল চড়া মূল্যে বিক্রি করতে দেখা গেছে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কেজি মোটা চালের মধ্যে স্বর্ণা জাতের চাল বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকা। যা এক মাস আগে বিক্রি হয়েছে ৩৮-৪২ টাকা। মাঝারি ধরনের চালের মধ্যে পাইজাম চাল প্রতি কেজি মানভেদে বিক্রি হয়েছে ৪৬-৫৬ টাকা। যা এক মাস আগে বিক্রি হয়েছে ৪২-৫২ টাকা। এছাড়া সরু চালের মধ্যে প্রতি কেজি মিনিকেট ও নাজিরশাল বিক্রি হয়েছে ৫২-৬২ টাকা।

মালিবাগ কাঁচাবাজারের খালেক রাইস এজেন্সির মালিক ও খুচরা চাল বিক্রেতা মো. দিদার হোসেন বলেন, এক মাস থেকে সব ধরনের চাল বাড়তি দরে বিক্রি হচ্ছে। বন্যা ও বৃষ্টির কারণে সরবরাহে ঘাটতি রয়েছে। এছাড়া মিল মালিকরা বাড়তি দরে বিক্রি করছেন। এ কারণে পাইকারিতে সব ধরনের চালের দাম বেড়েছে। এর প্রভাব খুচরা বাজারে পড়েছে।

খবর সারাবেলা / ২৫ জুলাই ২০২০ / এমএম