দুটি ছড়া

অঙ্কন : মাসুম

পাখি

আতা গাছে তোতা পাখি

খোকার কথা কেমনে রাখি

তোতা পাখি ধরতে হবে

খাঁচার ভেতর ভরতে হবে।

তোতা পাখি দেয় না ধরা

মিছেই শুধু লিখি ছড়া।

হাট্টিমাটিম

হাট্টিমাটিম হাট্টিমাটিম

খোকা হাতে ধরল লাটিম

সুতা দিয়ে মারল ছুড়ে

থাকিস না আর তোরা দূরে।

ঘুরছে লাটিম ধরল ঝিম

উঠল জ্বেলে সুখ পিদিম।

খোকার খুশি দেখবি কে কে?

আয় চলে আয় একে একে।

খবর সারাবেলা / ০২ নভেম্বর ২০২০ / এমএম