তুমি এমন কেন

ময়নুল ইসলাম

তুমি কেমন সেতার!
একটি সুর উপহার দিতে-
থাকো মুখপানে চেয়ে!

তুমি কেমন মেঘ!
বুঝোনা তপ্ত মরুভূমির মনের আকুতি,
যাও পুব থেকে পশ্চিমে ধেয়ে!

তুমি কেমন প্রজাপতি!
অহেতুক ওড়ো অরণ্যে,
করো সংরক্ষণ কত রং!

তুমি অষ্টরম্ভা, বুঝোনো ইশারা-বুঝোনা প্রেম,
মিছে তাকিয়ে থাকো মাটিতে,
করো অহেতুক কিছু ঢং!

তুমি এমন কেন!
থাকো শুধু মুখপানে চেয়ে!
যাও পুব থেকে পশ্চিমে ধেয়ে!
করো সংরক্ষণ কত রং!
তুমি কেন করো অহেতুক এত ঢং!

খবর সারাবেলা / ০২ নভেম্বর ২০২৩ / এমএম