তিন ফরম্যাটে জায়গা পাকা করতে চান তাসকিন আহমেদ

বাংলাদেশ টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি; তিন ফরম্যাটে জায়গা পাকা করতে চান তাসকিন আহমেদ। এ লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ডাক পেয়েছেন দেশসেরা স্পিডস্টার। এখন টার্গেট বাকি দুই সংস্করণের দলে ঠাঁই করে নেয়া।

চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দীর্ঘ সময় পর জাতীয় দলে ফেরেন তাসকিন। তবে হঠাৎ ইনজুরিতে পড়ে ছিটকে যান তিনি। একই কারণে বিশ্বকাপ দলেও জায়গা পাননি। তখন থেকেই ইনজুরি ও ফিটনেসের সঙ্গে লড়াই করছেন। নিজেকে প্রস্তুত করে আবারো জায়গা করে নিয়েছেন স্কোয়াডে।

এবার নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান তাসকিন। পারফরম্যান্স দিয়ে জায়গা করে নিতে চান সীমিত ওভারের ফরম্যাটেও। শুক্রবার মিরপুর শেরেবাংলায় সাংবাদিকদের তিনি বলেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আবারো জাতীয় দলের টেস্ট স্কোয়াডে ঢুকতে পেরেছি। এখন লক্ষ্য আরো কঠোর পরিশ্রম করা। নিজেকে ফিট রেখে জায়গাটাকে ধরে রাখা। সামনে ওয়ানডে-টি-টোয়েন্টি দলে স্থান করে নিতে চাই।

২৪ বছর বয়সী পেসার যোগ করেন, সুযোগ এলে সেটা কাজে লাগাতে শতভাগ চেষ্টা করব। তবে এখন টেস্ট নিয়েই ভাবছি। আলহামদুহিল্লাহ এর স্কোয়াডে আবার সুযোগ হয়েছে। সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি এবং নিজের সেরাটা দিয়ে দেশকে ভালো কিছু দিতে পারি।

তাসকিন সবশেষ টেস্ট খেলেন ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই সিরিজেই শেষ ওয়ানডে খেলেন তিনি। এরপর ২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি দলে ফেরেন ডানহাতি পেসার। এর পর আবারো জায়গা হারান তিনি। সেটা লম্বা থেকে অধিকতর দীর্ঘ হয়।

খবর সারাবেলা। ৩১ আগষ্ট ২০১৯। টি আই