ডিপজলের পেটে অস্ত্রোপচার আজ

September 16, 2020

জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অসুস্থ। তার দেহে একটি জটিল অস্ত্রোপচার করা হবে আজ। তিনি শ্যামলির একটি হাসপাতালে ভর্তি।

পারিবারিক সূত্রে জানা গেছে, ডিপজল বেশ কদিন ধরেই অসুস্থ। ১২ সেপ্টেম্বর চিকিৎসকরা তাকে বেশ কিছু পরীক্ষা করানোর পরামর্শ দেন। পরীক্ষায় তার পেটে টিউমার ধরা পড়ে। চিকিৎসকেরা জরুরিভিত্তিতে তার পেটে সার্জারি করাতে বলেন। টিউমারটি সরানো হবে।

ডিপজলকে দেখতে হাসপাতালে দেখে এসেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ জায়েদ খান, চিত্রনায়ক আলেকজান্ডার ও মারুফ। জায়েদ খান জানান, শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ডিপজলের পেটে অস্ত্রোপচার মঙ্গলবার। তিনি সবার দোয়া চেয়েছেন।

হৃদরোগে আক্রান্ত ডিপজল গত মার্চ মাস থেকে ঠান্ডার সমস্যায় ভুগছিলেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার বুকে কফ জমেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এর আগে ২০১৭ সালের হৃদরোগের সমস্যার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে ডিপজলকে। সে সময় তার হার্টে রিং পরিয়ে দেন সিঙ্গাপুরের চিকিৎসকেরা।

খবর সারাবেলা / ১৬ সেপ্টেম্বর ২০২০ / এমএম