ঠোঁট গোলাপ পাপড়ি করার ঘরোয়া উপায়

ঝকঝকে মুখে ফাটা ঠোঁট ভীষণভাবে চোখে পড়ে। তাই মুখের মতোই ঠোঁটের যত্ন নেয়া প্রয়োজন। ঠোঁটের যত্ন নিতে আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন। আমন্ড অয়েল নিয়ে ঠোঁটে মাসাজ করুন। উপকার পাবেন।

কীভাবে ব্যবহার করবেন?

উপকারণ

৫০ গ্রাম মধু, ২০ গ্রাম বা ৪ চা-চামচ চিনি, ৫ মিলি গোলাপ জল ও ৫ মিলি ভ্যানিলা এসেন্স।

কীভাবে বানাবেন

সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। প্রতিদিন একবার ঠোঁটের মরা কোষ তুলতে স্ক্রাবার হিসেবে ব্যবহার করুন।.

মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখে প্রাকৃতিকভাবেই। চিনি মরা কোষ সরিয়ে ঠোঁটকে করে নরম ও মোলায়েম। আর এ দুই উপকরণ একসঙ্গে হলে ঠোঁট গুলাবি আপনা থেকেই!

ঠোঁটের কালচে ভাব কমাতে

তিন চামচ করে নিচে বলা উপকরণ মিশিয়ে বোতলে ভরে রাখুন রোজের ব্যবহারের জন্য-

নারিকেল তেল ও আমন্ড অয়েল।

কীভাবে ব্যবহার করবেন

লিপ বামের বদলে এই মিশ্রণ সারা দিনে বেশ কয়েকবার ব্যবহার করুন। সেই সঙ্গে ব্যবহার করুন লিপ মাস্ক।

উপকরণ

২ চা চামচ আমন্ড পেস্ট, ১ চা-চামচ আলু কোরা, আধখানা লেবুর রস ও ১ চা-চামচ ফ্রেশ ক্রিম।

কীভাবে ব্যবহার করবেন?

সব উপকরণ ভালো করে মিশিয়ে ঠোঁটের ওপর পেস্টের মতো করে লাগান। মিনিট দশেক রেখে জল দিয়ে ভালো করে ধুয়ে নিন।

সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে ১৫ দিনের মধ্যে হারানো জেল্লা ফিরে পাবেন।

খবর সারাবেলা / ২৮ অক্টোবর ২০১৯ / এমএম