টোকিওতে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

October 22, 2020

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকার ২০২০ সালকে ‘মুজিব বর্ষ’ হিসাবে ঘোষণা করেছে।

নানা আয়োজনের মাধ্যমে মুজিব বর্ষ পালন করছে টোকিও মিশন। সেই ধারাবাহিকতায় জাতির পিতার জীবনকর্মের ওপর আলোকচিত্র ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই ও সাময়িকী সমন্বয়ে, দূতাবাস ভবনের তৃতীয় তলায় ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হয়েছে।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ সোমবার (২০ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে কর্নারটির উদ্বোধন করেন। এসময় তিনি কর্নারে সংরক্ষিত বইপত্র ও আলোকচিত্র পরিদর্শন করেন এবং সেখানে একান্তে কিছু সময় কাটান।

উদ্বোধনের পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ও তার পরিবারের সকল শহিদ সদস্য এবং মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।এসময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

খবর সারাবেলা / ২২ অক্টোবর ২০২০ / এমএম