টেস্টে প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নেয়ার ক্ষমতা আছে বাংলাদেশের

টেস্টে প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নেয়ার ক্ষমতা আছে বাংলাদেশের বোলারদের। এমন বিশ্বাস বাংলাদেশের পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টের। তার জন্য লাইন লেন্থ বজায় রেখে বল করতে হবে। নতুন আর পুরনো বলে উইকেট তুলে নেয়ার কৌশল নিয়ে অনুশীলনে কাজ করা হয়েছে। ইনজুরির কারণে মোস্তাফিজ টেস্টে না থাকলেও টি-টোয়েন্টি সিরিজে খেলবেন বলে জানান তিনি। আর দল নির্বাচনে অধিনায়কের সিদ্ধান্তকে প্রাধান্য দিলেন পেস বোলিং কোচ।

ঢাকায় শেষ দিনের অনুশীলনে বাংলাদেশ দল। বৃষ্টির বাঁধায় নিজেদের মধ্য খেলা ২ দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনটা শুরু হলো বিলম্বে। এই ফাঁকে ফুটবল নিয়ে খুনসুটিতে টাইগারদের দুই নতুন কোচ। তবে এর মাঝেই কি আফগান বধের কৌশল আঁটছেন দুই গুরু। কিছুক্ষণ পর যোগ দিলেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। কোচদের সাথে আলোচনা চলল লম্বা সময়।

সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি হবে চট্টগ্রামে। সাগরিকার উইকেট স্বভাবত স্লো হয়ে থাকে। এমন উইকেটে কেমন পেস অ্যাটাক চান কোচ ল্যাঙ্গেভেল্ট? উত্তরে বেশ কৌশলি এই প্রোটিয়া।

চার্ল ল্যাঙ্গেভেল্ট বলেন, ‘দেখুন চট্টগ্রামের উইকেট সম্পর্কে আমরা যতটুকু জানি কিছু স্লো হয়ে থাকে। আমরা সেভাবেই প্রস্তুত হচ্ছি। প্রতিপক্ষ সম্পর্কেও আপনাকে ভাবতে হবে। ওরাও স্পিন নির্ভর দল। আমাদের এমন ভাবে পরিকল্পনা সাজাতে হবে যাতে হিতে বিপরীত না হয়। তবে আমরা এখনো জানি না কেমন হবে চট্টগ্রামের উইকেট।’

বাংলাদেশে যোগ দিয়ে ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন বেশ কিছু দিন। এখন পর্যন্ত কেমন দেখলেন পেসারদের। সামনে রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই ফরম্যাটে ভাল করতে হলে সক্ষমতা থাকতে হবে প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নেয়ার। টাইগার পেসাররা কি পারবেন সেই কাজটি ঠিকঠাক করতে।

তিনি বলেন, ‘এটা ঠিক টেস্টে ভাল করতে হলে বোলারদের বেশি ভূমিকা থাকতে হয়। আমি এই ক’দিনে ওদের দিয়ে কাজ করেছি। নতুন বলে কিভাবে সুইং করাতে হয়। পুরনো বলে উইকেট তুলে নেয়ার কৌশল। আমি সবাইকে একটা বিষয় বেশি গুরুত্ব দিয়ে বলেছি। লাইন লেন্থ ধরে রেখে বল করা। তবে আমাকে বেশি আশাবাদী করেছে বোলারদের নতুন নতুন কৌশল শেখার আগ্রহ।’

১৫ সদস্যের টেস্ট দলে রাখা হয়েছে তিনজন করে পেসার এবং স্পিনার। একাদশে কয় পেসার রাখার পরিকল্পনা কোচের? পেস বোলিং কোচ অবশ্য একাদশ নির্বাচনের দায়িত্বটা রাখলেন অধিনায়কের জন্য।

ল্যাঙ্গেভেল্ট বলেন, ‘একাদশ সাজানোর বিষয়টি টিম মিটিংয়ে আলোচনা হবে। দল সাজাতে আমার আলাদা কোন পরিকল্পনা নেই। দলে কয়জন পেসার থাকবে তা অধিনায়ক তার পরিকল্পনা অনুযায়ী বাছাই করবে। ম্যাচে ইতিবাচক ফল পেতে অধিনায়কের সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দেয়ার পক্ষে আমি।’

খবর সারাবেলা/ ০১ সেপ্টেম্বর ২০১৯/ টি আই