টুথব্রাশ পুরোনো হয়ে গেছে
দাঁত পরিষ্কারের জন্যে ভালো টুথব্রাশ জরুরি। কয়েক মাস পর পর ব্রাশ বদলে ফেলা ভালো। ব্রাশ বদলে ফেললে কি পুরোনো ব্রাশ ফেলে দেবেন? অবশ্যই না। পুরনো ব্রাশ ব্যবহার করতে পারবেন বেশ কিছু কাজে। কি সেই কাজ? চলুন জেনে নেই:
চিরুনি পরিষ্কারে
চিরুনিতে দ্রুত ময়লা জমতে শুরু করে। এই ময়লা কিভাবে পরিষ্কার করবেন? প্রথমে গরম পানিতে ডিটারজেন্ট গুলে নিন। সেই পানিতে কয়েক মিনিট চিরুনি চুবিয়ে রাখুন। পানি থেকে ব্রাশ তুলে টুথব্রাশ দিয়ে ঘষলে ময়লা উঠে যাবে।
চিরুনি
চিরুনি পরিষ্কারে পুরনো ব্রাশ কাজে লাগে
জুতো পরিষ্কারে
জুতোর গায়ে কাদামাটি লাগলে তা ব্রাশ দিয়ে পরিষ্কার করা যায়। ব্রাশে সাবানের গুড়ো মেখে নিন। জুতোতে ব্রাশ দিয়ে ঘষলে সহজেই ময়লা তুলে ফেলতে পারবেন।
কি-বোর্ড পরিষ্কার
অনেকেই কি-বোর্ডের ঠিকঠাক যত্ন নেন না। পরিষ্কার করার জন্যে উপযুক্ত টুলের খোঁজ পাচ্ছেন না? আপনার পুরোনো ব্রাশ ব্যবহার করুন।কি-বোর্ড পরিষ্কারেও কাজে লাগে পুরনো ব্রাশ
ঠোঁট পরিষ্কারে
ঠোঁটে জমে থাকা মৃত কোষ তুলতে ব্রাশ ব্যবহার করতে পারেন। লেবু আর চিনি মিশিয়ে ঠোটে মেখে নিন। এবার ব্রাশ দিয়ে আলতো করে ঘষুন। এতে সব মৃত কোষ দূর করতে পারবেন।
টাইলস পরিষ্কারে
টাইলস, সিঙ্ক বা কাউন্টার টপের কোনা পরিষ্কারে ব্রাশ সবচেয়ে ভালো সাহায্যকারী টুল। জয়েন্টের অংশের ময়লার উপর বেকিং সোডা আর ভিনেগার লাগিয়ে নিন। টুথব্রাশ দিয়ে ঘষলে নিমেষেই দূর হবে দাগ।
খবর সারাবেলা / ৩০ আগস্ট ২০২২ / এমএম