টানা বৃষ্টিতে জামাকাপড়ে কাদার দাগ

টানা বৃষ্টিতে সতর্ক হয়ে হাটার পরেও নানাভাবে কাদা লাগতেই পারে হুটহাট বৃষ্টি এলেই রাস্তায় প্যাঁচপ্যাঁচে কাদা। এমন সময় রাস্তায় বাড়তি সতর্ক নিয়ে হাটার পরেও নানাভাবে কাদা লাগতে পারে। সতর্ক হয়ে হাঁটছেন তখনই গাড়ি সগর্বে ছিটিয়ে গেলো কাঁদা। অথবা স্যান্ডেল থেকেই কাঁদা ছিটকে জামায় লাগতে পারে।বাইরে বৃষ্টি অসংখ্য সমস্যা ডেকে আনতে পারে। সাধের পোশাকে কাদার দাগ লাগলে তা কিভাবে দূর করবেন? সেজন্যেই কিছু ঘরোয়া টিপস রইলো:

বৃষ্টি
সবসময় চেষ্টা করবেন বাড়ি ফিরেই কাঁদা লাগা জামা ধুয়ে ফেলার। অনেকে বাড়ি ফিরে পরের দিনের জন্যে কাপড় রেখে দেন। এমনটা করবেন না। সময় না হলে বরং পানিতে ভিজিয়ে রাখুন। কারণ কাঁদা একবার শুকিয়ে গেলে সহজে উঠতে চায় না। শুকনো দাগ লেগে গেলে ভীষণ বিপদে পড়বেন।

কাদা লাগা কাপড় ধুতে গেলে প্রথমে ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে। কাপড় ধুতে যাওয়ার সময় কাঁদা লাগা জায়গাগুলো ভালোমতো ধুয়ে নিতে হবে। আলগা কাদা পানি লাগতেই উঠে যাবে। জামা কাচার সময় কাদা লাগা জায়গাগুলো আলতো করে ঘষতে হবে। খেয়াল রাখবেন ব্রাশ ব্যবহার করা যাবেনা।

এতে রঙ চটে যেতে পারে।কাপড় কাঁচার পরেও দাগ যাচ্ছে না? সামান্য পানিতে ডিটারজেন্ট গুলে পেস্ট বানাতে হবে। কাঁদা লেগে যাওয়া জায়গার ওপর এই পেস্ট লাগিয়ে শুকোতে দিন। না রোদে নয়, ফ্যানের নিচে রাখুন। শুকিয়ে গেলে নরম টুথব্রাশ দিয়ে দাগের জায়গা ঘষে ধুয়ে ফেলুন। এভাবে কাঁদার দাগ সহজেই দূর হবে।

খবর সারাবেলা / ১৫ সেপ্টেম্বর ২০২২ / এমএম