টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও বৃষ্টি বাগড়া দিয়েছে। বাংলাদেশ সময় ৩.৪৫ মিনিটে ম্যাচ শুরু সম্ভব হয়নি। ম্যাচ শুরুর সময়ের দুই ঘণ্টা পরে টস হয়েছে। ওই টসে জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।চেমসফোর্ডে ম্যাচ শুরুর প্রায় দুই ঘণ্টা আগে থেকে বৃষ্টি শুরু হয়। ওই বৃষ্টি থেমে যাওয়ায় আম্পায়াররা মাঠ পরিদর্শনে নেমেছিলেন। পরে আবার বৃষ্টি আসায় মাঠ ঢেকে দেওয়া হয়। বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।

চেমসফোর্ডে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ফ্রেশ উইকেটে অনুষ্ঠিত হচ্ছে। সেজন্য পেসারদের সুবিধা পাওয়ার কথা বলা হয়েছে। বৃষ্টি হওয়ার সুবিধা বেশি পেতে পারেন এবাদত-শরিফুলরা। আইরিশ টপ অর্ডারের জন্য তাই চ্যালেঞ্জ অপেক্ষা করছে।এর আগে বৃষ্টিতে দুই দলের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছে। যে কারণে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ শেষ হয়ে গেছে আইরিশদের। দ্বিতীয় ম্যাচেও বৃষ্টি বিঘ্ন ঘটানোর জোরালো সম্ভাবনার কথা বলা হয়েছিল। দ্বিতীয় ওয়ানডে ম্যাচও ভেসে যাবে না আগ বাড়িয়ে বলার সুযোগ নেই।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেন।আয়ারল্যান্ড একাদশ: স্টিফেন দোহানি, পল র্স্টালিং, আন্দ্রে বালবির্নি, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টুস ক্যাম্পার, জর্জ ডকরেল, আন্দ্রে ম্যাকবির্নি, মার্ক এডায়ার, জসুয়া লিটিল, গ্রাহাম হিউম।

খবর সারাবেলা / ১২ মে ২০২৩ / এমএম