টরেন্টোতে সড়ক দুর্ঘটনা: কেমন আছেন কুমার বিশ্বজিতের ছেলে

কানাডার টরেন্টোতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হন নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে নিবিড় কুমার। গত ১৩ ফেব্রুয়ারির এ ঘটনায় নিবিড়ের সঙ্গে থাকা তিন বন্ধু প্রাণ হারান।এ যাত্রায় বেঁচে গেলেও গত তিন মাস ধরে হাসপাতালেই কাটছে নিবিড়ের দিন। আর সেখানে তার পাশে আছেন মা-বাবা দুজনেই। এমনটাই জানালেন সঙ্গীতশিল্পী কিশোর দাস। ঢাকাটাইমসকে বিষয়টি জানিয়েছেন সঙ্গীতশিল্পী কিশোর দাস।

কিশোর বলেন, ‘নিবিড়ের অবস্থা আগের থেকে ভালো, তবে এখনো হাসপাতালে আছে। স্যারের (কুমার বিশ্বজিৎ) সঙ্গে দুদিন আগেও কথা হয়েছে। তিনি বলেছেন, নিবিড় আগের তুলনায় কিছুটা ভালো। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরও অনেক বেশি সময় লাগবে।’

এই সঙ্গীতশিল্পী জানান, ‘নিবিড়ের মস্তিষ্কের আঘাতটা গুরুতর হওয়ায় ওর সুস্থ হতে সময় লাগবে। ছেলের জন্য প্রায় তিন মাস ধরে সেখানে (কানাডায়) আছেন তার মা-বাবা ও চাচা। বর্তমানে টরেন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন নিবিড় কুমার।

কানাডার টরন্টো নগরীর অদূরে ৪২৭ হাইওয়ের দুনদাস স্ট্রিট ওয়েস্টে ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটে। সেই গাড়িতে কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়ের সঙ্গে আরও তিন বাংলাদেশি শিক্ষার্থী ছিলেন। ঘটনাস্থলে দু’জন আর হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।নিহতরা হলেন- শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বারৈ ও আরিয়ান দীপ্ত। তারা সবাই পড়াশোনার জন্য বাংলাদেশ থেকে কানাডায় গিয়েছিলেন।

খবর সারাবেলা / ১৪ মে ২০২৩ / এমএম