জয়ের ব্যবধানটাই বলে দিচ্ছে দুই দলের পার্থক্য
জয়ের ব্যবধানটাই বলে দিচ্ছে দুই দলের পার্থক্য। অ্যান্টিগা টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে রীতিমতো ছেলেখেলাই করল ভারত। ৪১৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বিরাট কোহলি দল জিতে গেছে ৩১৮ রানের বিশাল ব্যবধানে।
এক দিন হাতে রেখেই জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করা কোহলিরা দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। আগামী ৩০ আগস্ট জ্যামাইকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
শুধু জয়ের ব্যবধানের জন্যই নয়, এটা ভারতীয় ক্রিকেটের ইতিহাসেরই অন্যতম স্মরণীয় একটা টেস্ট হয়ে রইল। কারণ, এরই মধ্য দিয়ে নিজেকে টেস্ট অধিনায়ক বাকি স্বদেশি সাবেক অধিনায়কদের চেয়ে ওপরে নিয়ে গেলেন বিরাট কোহলি। ৪৭টি ম্যাচ অধিনায়কত্ব করে তিনি দলকে জেতালেন ২৭টি টেস্ট। সমান সংখ্যক টেস্ট ভারতকে মহেন্দ্র সিং ধোনিও জিতিয়েছেন। কিন্তু, তার জন্য তাকে খেলতে হয়েছে ৬০টি টেস্ট। মানে রেকর্ড বুকে কোহলির নামই থাকছে সবার ওপরে।
শুধু তাই নয়, অধিনায়ক হিসেবে দেশের বাইরে সর্বোচ্চ জয়ের মালিকও এখন কোহলিই। এর আগে ভারতীয়দের মধ্যে দেশের বাইরে ২৮টি টেস্টে অধিনায়ক হিসেবে খেলে ১১টিতে জিতেছিলেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এবার কোহলি তাকে ছাড়িয়ে গেলেন। বিদেশে ২৬টি টেস্ট থেকে ১২টিতেই জয় আদায় করে নিয়েছেন অধিনায়ক কোহলি।
রেকর্ড গড়ে কোহলি অবশ্য আলাদা কোনো উচ্ছ্বাস দেখালেন না। বরং তিনি এটা নিজের ‘দায়িত্ব’ বলেই মানছেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা একটা দায়িত্ব। আমি শুধু সেটাই পালন করছি। আমি যে দেশের জন্য কিছু করতে পারছি, এটা একটা আশীর্বাদের মতো। আসলে পুরো কৃতীত্বটাই দলেরই। দলের প্রতিটা সদস্যই গুরুত্বপূর্ণ। দল ছাড়া এ অর্জন সম্ভব হতো না। সিদ্ধান্তগুলোই কেবল আমার। কিন্তু সেই সিদ্ধান্তকে সঠিক হিসেবে প্রমাণটা মাঠে খেলোয়াড়রাই করেন।’
বিদেশের মাটিতে এটাই ভারতের সবচেয়ে বড়ো ব্যবধানে জয়। এর আগে ২০১৭ সালে গলে তারা স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছিল ৩০৪ রানের ব্যবধানে। আর দেশ-বিদেশ মিলিয়ে এটা রানের দিক থেকে ভারতের চতুর্থ সর্বোচ্চ ব্যবধানে জয়।
কাহলি ম্যাচ শেষে দলের বোলিং ও ব্যাটিং ইউনিটের প্রশংসা করেন। তিনি বলেন, ‘গতবারও আমরা এখানে এসে নিজেদের সেরা খেলাটা খেলেছিলাম। এবারও তার ব্যতিক্রম হয়নি। দুই ইনিংসেই আজিঙ্কা রাহানে রান করেছে। জাসপ্রিত বুমরাহর কথা না বললেই নয়। আমরা সীমিত ওভারে ওকে বিশ্রাম দিয়েছিলাম। সেই সুযোটগা কাজে লাগিয়ে ও টেস্টে ভালো করছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে বুমরাহ আমাদের জন্য বড়ো একটা ভূমিকা রাখবে। ফলে ওকে আমাদের খুব চতুরতার সঙ্গে ব্যবহার করতে হবে। আমাদের পেসারদের ভূমিকা গোটা ম্যাচ জুড়েই ভালো ছিল। আশা করি এটা সামনেও দেখা যাবে।’
ভারতের সফল টেস্ট অধিনায়ক
অধিনায়ক অধিনায়ক হিসেবে টেস্ট জয়
বিরাট কোহলি ৪৭ ২৭
মহেন্দ্র সিং ধোনি ৬০ ২৭
সৌরভ গাঙ্গুলি ৪৯ ২১
মো: আজহারউদ্দিন ৪৭ ১৭
ভিনদেশে ভারতীয় অধিনায়কদের সাফল্য
অধিনায়ক অধিনায়ক হিসেবে টেস্ট জয়
বিরাট কোহলি ২৬ ১২
সৌরভ গাঙ্গুলি ২৮ ১১
মহেন্দ্র সিং ধোনি ৩০ ৬
রাহুল দ্রাবিড় ১৭ ৫
খবর সারাবেলা / ২৯ আগস্ট ২০১৯ / টি আই