জয়পুরহাট সদরের পশ্চিম পারুলিয়ার করিম নগর এলাকায় নানাকে গলা কেটে হত্যার অভিযোগে

জয়পুরহাট সদরের পশ্চিম পারুলিয়ার করিম নগর এলাকায় নানাকে গলা কেটে হত্যার অভিযোগে নাতিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি পশ্চিম পারুলিয়ার করিম নগর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে বেলাল হোসেন (৬৫)। গ্রেফতারকৃত যুবক জয়পুরহাট সদরের সগুনা গোপিনাথ পুর গ্রামের লিটন মিয়ার ছেলে বায়োজিদ।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রায়হান হোসেন বলেন, সকালে বায়োজিদ তার মামীকে ধারালো বটি দিয়ে কোপাতে যাচ্ছিল। এ সময় তার নানা তাকে বাধা দিলে হাতে থাকা বটি দিয়ে নানাকেই গলা কেটে হত্যা করে। তবে পরিবারের সদস্যদের দাবী বায়োজিদ কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলো।

এ বিষয়ে জয়পুরহাট থানায় নিহতের ছেলে রেজুয়ান হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।

খবর সারাবেলা / ০৪ সেপ্টেম্বর ২০১৯/ টি আই